promotional_ad

হায়দরাবাদ একাদশে যাদব কেন, প্রশ্ন পোলকের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একেবারেই ব্যর্থ কেদার যাদব। তারপরেও নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন তিনি। হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির কাছে যাদবকে একাদশে রাখার কারণ জানতে চেয়েছেন শন পোলক।


এবারের আইপিএলে শুরুর দিকে ব্যাট হাতে টানা ব্যর্থ হয়ে একাদশের বাইরে চলে যান হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। যদিও তাকে আবারও ফেরানো হয়েছে একাদশে। কিন্তু ছয় ম্যাচে ৫৫ রান করেও এখনও নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন যাদব।


promotional_ad

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের পর পোলক বলেন, ‘ডেভিড ওয়ার্নার দলের বাইরে ছিল, সে ফিরেছে। আপনার খারাপ সময় যেতেই পারে। মানিশ পান্ডে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে কিন্ত কেদার যাদব তার পারিশ্রমিক অনুযায়ী পারফর্ম করতে পারছে না। আমরা জানতে চাই, কোন পারফরম্যান্সের কারণে সে নিয়মিত একাদশে খেলছে? আসরে আট ম্যাচে তার যে পারফরম্যান্স নিশ্চয় তার চেয়ে অনেক ভালো কিছু প্রত্যাশিত ছিল।’


দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি আরও বলেন, ‘এ ব্যাপারে কোচিং স্টাফদের পক্ষে কিছু বলা কঠিন কারণ দল অনেকটা পরিবারের মতো। কিন্তু এমন অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর দেওয়া দরকার। বেলিস দারুণ একজন মানুষ, সবাই তাকে ভালোবাসে এবং সে কোচ হিসেবেও দারুণ কাজ করে।’


পোলক মনে করেন, ক্রিকেটার বা কোচদের যেমন পারিশ্রমিক দেয়া হয় তেমনি তারাও চেষ্টা করেন নিজের সেরাটা দিয়ে পারফর্ম করে সেটার প্রতিদান দিতে। কিন্তু তারপরও কিছু ক্ষেত্রে সেটা প্রশ্নবিদ্ধ হয়। যেমনটা যাদবের ক্ষেত্রে হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেটাররা আসলে পারফর্ম করার জন্য কি করছে? আপনি তাদের যথেষ্ট সুযোগ-সুবিধা দিচ্ছেন। তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় বিনিময়ে তারা পারফর্ম করে। আমি ক্রিকেটার এবং কোচিং স্টাফদের ব্যাপারটাও বুঝি। আমি জানি মুডি, লক্ষণ এবং মুরালিধরন তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball