promotional_ad

নিউজিল্যান্ডকে রমিজ রাজার হুমকি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১৮ বছর পর পাকিস্তান সফরে গেছে নিউজিল্যান্ড। সবকিছু ঠিক থাকলে আজ অনুষ্ঠিত হতো তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। তবে নিরাপত্তার শঙ্কা দেখিয়ে কোনো ম্যাচ না খেলেই তারা ফিরে যাচ্ছে দেশে। এই বিষয়টিকে মোটেই ভালোভাবে নিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


নিউজিল্যান্ডের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন পিসিবির নবনিযুক্ত চেয়ারম্যান রমিজ রাজা। আইসিসির দরবারে তাদের দেখে নেয়ারও হুমকি দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। টুইটারে তিনি লিখেছেন, ‘আইসিসির দরবারে নিউজিল্যান্ড আমাদের জবাব পাবে।’


promotional_ad

পাকিস্তানে নিরাপত্তা শঙ্কা সব সময়ই থাকে। সম্প্রতি আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের পর সেই শঙ্কা আরও বেড়েছে। যদিও নিরাপত্তা যাচাই করেই পাকিস্তান সফরে রাজি হয়েছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত সেই নিরাপত্তার দোহাই দিয়েই তারা সফরটি স্থগিত করেছে।


পিসিবির চেয়ারম্যান এ প্রসঙ্গে আরও লিখেছেন, ‘অনেক পাগলাটে একটা দিন গেল! সমর্থক ও আমাদের খেলোয়াড়দের জন্য খুব খারাপ লাগছে।’


নিউজিল্যান্ডের এমন একপক্ষীয় সিদ্ধান্তে সফর বাতিল করা নিয়েও প্রশ্ন তুলেছেন রমিজ। তিনি বলেছেন, ‘নিরাপত্তাহুমকির ব্যাপারে একপক্ষীয় সিদ্ধান্ত নিয়ে এভাবে সফর থেকে সরে যাওয়া খুবই হতাশাজনক। বিশেষ করে যখন (হুমকির ব্যাপারে পাকিস্তানকে) কোনো কিছু না জানিয়েই তা করা হলো।’


শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে দুই দলই মাঠে আসেনি। নিরাপত্তার শঙ্কা থাকায় কিউইদের আগে থেকেই সতর্ক করে দেয়া হয় তারা যেনো হোটেল না ছাড়ে। অবশ্য শুরুতে দর্শক ছাড়াই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা। অবশেষে সফরটিই স্থগিত করেছে কিউইরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball