promotional_ad

ভুল কম দেখে ভালোর দিকে তাকান, সমালোচনাকারীদের সাকিব

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় ১ মাসেরও বেশি সময়। সেই বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। দুটি দলের বিপক্ষেই সিরিজ জেতে তারা। তবুও এই জয়ের উচ্ছ্বাসে গা ভাসাতে আগ্রহী নন দেশের ক্রিকেট বোদ্ধরা।


অজি আর কিউইদের বিপক্ষে বাংলাদেশ যে দুটি সিরিজ খেলেছে, সেখানে সবগুলো ম্যাচেই খেলা হয়েছে মিরপুরের স্লো আর টার্নিং উইকেটে। ব্যাটসম্যানদের জন্য এই ধরণের পিচে সাধারণ কিছুই থাকে না, পেসারদের জন্যও নয়।


promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হবে ঠিক মিরপুরের বিপরীত উইকেটে। যেখানে ব্যাটসম্যান এবং বোলারদের জন্য থাকবে সমান সুবিধা। টি-টোয়েন্টির বিশ্ব মঞ্চে লড়াইয়ে নামার আগে মিরপুরের উইকেটে খেলা কতটুকু যুক্তিযুক্ত?


এ ধরণের প্রশ্ন তুলছেন কেউ কেউ। কারো যুক্তি এই ধরণের উইকেটে তো শুধুই স্পিনারদের প্রস্তুতি হলো। বাকি ব্যাটসম্যান আর পেসারদের প্রস্তুতি হলো কই? এ ধরণের প্রশ্নের জবাবে বিসিবি বলেছিল, এই দুটি সিরিজে জয়ের আত্মবিশ্বাসটাই আসল।


যেটি কাজে লাগিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের মানসিকতা গড়ে তোলা যাবে। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কন্ঠেও একই সুর। নিউজিল্যান্ড সিরিজ শেষে তিনি সমালোচনাকারীদের বলেছেন, ইতিবাচক দৃষ্টিতে তাকাতে।


সাকিব বলেন, 'দেখুন আপনি যদি ভুল ধরতে চান, যেকোনো জিনিসেরই ভুল ধরা সম্ভব। সুতরাং ভুলটা একটু কম দেখে, ভালোর দিকে যদি তাকান, তাহলে অনেক ভালো কিছু দেখতে পাবেন। আপনার দেখার দৃষ্টিটা আসলে কেমন সেটা বুঝতে হবে।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball