promotional_ad

আগুনের জবাব আগুন দিয়েই দেবে নিউজিল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম দুই টি-টোয়েন্টি জিতে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টে বাজেভাবে হারায় একটু হলেও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের কপালে। যদিও নিউজিল্যান্ড জানে, সিরিজ জয়ের সুযোগটা হাতছাড়া করতে চাইবে না বাংলাদেশ। 


গত ম্যাচের লজ্জাজনক হার পেছনে ফেলে যে সিরিজ জিততেই মাঠে নামবে বাংলাদেশ তা ভালোভাবেই জানেন দলটির কোচ গ্লেন পকন্যাল। জানিয়েছেন, সিরিজে সমতা আনতে লড়াইয়ে একটুও পিছপা হবে না কিউইরা।


promotional_ad

মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে নিউজিল্যান্ডের কোচ গ্লেন পকন্যাল বলেন, 'দেশের মাঠে শুধু আমাদের বিপক্ষে নয়, সব দলের বিপক্ষেই তাদের রেকর্ড দুর্দান্ত।'


'এভাবে হারার পর তাই তাদের রক্তক্ষরণ হওয়ার কথা এবং তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে। তাদের পাল্টা আক্রমণের জন্য আমরা অবশ্যই প্রস্তুত। আগুনের জবাবে আমরা আগুন দিয়েই লড়ব। আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি' আরু যোগ করেন তিনি।


তৃতীয় ম্যাচের জয় নিউজিল্যান্ডকে আত্মবিশ্বাসী করে তুলেছে। বুধবারের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই শুধু নয়, আরও বেশি কিছুর আশাও এখন করতে পারছেন পকন্যাল।


তিনি বলেন, 'এটা দারুণ ব্যাপার যে আমাদের অনেক কিছুই পাওয়ার আছে। একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের সমানে। আগামীকাল ২-২ করে ফেলতে পারি আমরা। তারপর দেখা যাবে শেষ ম্যাচে কী হয়। ছেলেরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball