promotional_ad

সিডনি থান্ডারের নেতৃত্বে খাওয়াজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিগ ব্যাশ লিগের দল সিডনি থান্ডারের অধিনায়কের দায়িত্ব পেলেন উসমান খাওয়াজা। গত আসরের শেষে নিয়মিত অধিনায়ক কলাম ফার্গুসন চলে যাওয়ায় দলটির নেতৃত্ব পেয়েছেন খাওয়াজা।


বিগ ব্যাশে শুরু থেকেই থান্ডারের হয়ে খেলছেন খাওয়াজা। দুটি সেঞ্চুরিসহ ৩৩.৬৮ গড়ে করেছেন এক হাজার ৭১৮ রান, যা দলটির হয়ে সর্বোচ্চ। নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার এই ওপেনার।


promotional_ad

এ প্রসঙ্গে খাওয়াজা বলেন, 'যেকোনো দলের নেতৃত্ব পাওয়াটা সম্মানের। তবে সিডনি থান্ডারের অধিনায়ক হওয়াটা আমার জন্য এর চাইতে বেশি কিছু। আমি পশ্চিম সিডনিতে বেড়ে উঠেছি, সিডনি শো-গ্রাউন্ড স্টেডিয়াম থেকে দশ মিনিট দূরত্বে। যদিও আমি কুইন্সল্যান্ডে বেশি সময় কাটানো হয়েছে। তবে আমি কখনোই ভুলব না, আমি কোথা থেকে উঠে এসেছি।'


দল চালানোর জন্য ব্যাপারে নিজস্ব পদ্ধতি অবলম্বন করার কথাও জানিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত উসমান। পুরোনো অধিনায়ক ফার্গুসনকেও স্মরণ করেন বাঁহাতি এই ওপেনার।


তিনি বলেন, 'কাল (ফার্গুসন) সতীর্থ হিসেবে দারুণ। নিঃসন্দেহে তাকে আমরা মিস করব। দল নেতৃত্ব দেয়ার ব্যাপারে এক এক জনের নিজস্ব পদ্ধতি আছে। অধিনায়ক হিসেবে আমি কখনোই নিজের পরিবর্তন ঘটাইনি। দলকে কখন জরুরি বার্তা দিতে হবে সেটা আমি জানি।'


৫ ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশ লিগ। আসরের শুরুর ম্যাচে ব্রিসবেন হিটের বিপক্ষে খেলতে নামবে থান্ডার। টুর্নামেন্টের এবারের আসরে অ্যালেক্স হেলসের সঙ্গে ওপেন করতে পারেন খাওয়াজা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball