Connect with us

বাংলাদেশ-নিউজিল্যান্ড

সোহানও খুশি, মুশফিকও খুশি: মাহমুদউল্লাহ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

কোয়ারেন্টাইন জটিলতায় অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম। পারিবারিক কারণে ছিলেন না লিটন দাসও। কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই উইকেটরক্ষকের দায়িত্ব সামলিয়েছিলেন নুরুল হাসান সোহান। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিজেকে সেই জায়গায় প্রমাণও করেছেন তিনি।

এবার বাংলাদেশের সামনে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সব জটিলতা পেছনে ফেলে স্কোয়াডে ফিরেছেন লিটন-মুশফিকও। কিন্তু তারা ফেরায় উইকেটরক্ষের দায়িত্বে কে থাকবেন তা নিয়ে শুরু হয় আলোচনা।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য জানিয়েছেন মুশফিক-সোহানকে ভাগাভাগি করে এই দায়িত্ব পালন করবেন। এবার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও সূর মেলালেন প্রধান কোচের সঙ্গে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ জানিয়েছেন, ভাগাভাগির সিদ্ধান্তে খুশি দুজনই। এমনকি কাজের চাপ ভাগ করে নিলে তা দলের জন্যও ভালো বলে মনে করেছেন তিনি। 

মাহমুদউল্লাহ বলেন, ‘প্রভাবের কিছু নেই। মুশফিক দলের একজন সদস্য। সে দারুণ একজন সতীর্থ। সোহানের সাথে কিপিং ভাগাভাগি করতে পেরে সে খুশি।'

'সবকিছু ঠিকাছে। মুশফিক খুশি, সোহানও খুশি। সোহান ইদানীং অনেক ভালো করছে। মুশফিক তো কয়েক বছর ধরেই ভালো করছে। কাজের চাপ ভাগাভাগি করে নিলে দলের জন্যই ভালো হবে।’ আরও যোগ করেন তিনি। 

উইকেটরক্ষকের দায়িত্ব ভাগাভাগি করার বিষয়টি দলের সবাই ইতিবাচক হিসেবেই নিয়েছে বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘কোনো অসুবিধা নেই। দুইজনই খুশি আছে। টিম ম্যানেজমেন্টও খুশি আছে।'

'এই জিনিস নিয়ে আমাদের খুব একটা ভাবনা নেই। লিটনের কিপিংয়ের কথা তো এখনও বলাই হয়নি! সবাই সমানভাবে ভালো করছে। পুরো দলই এ ব্যাপারে ইতিবাচক’ যোগ করেন টি-টোয়েন্টি অধিনায়ক।

সর্বশেষ

১৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২১

কালই পাকিস্তান যাচ্ছি, আমার সঙ্গে কে যাবে: গেইল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

চট্টগ্রামে বৃষ্টি বাধায় খেলা হলো ৫.৪ ওভার

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

সুপার ক্লাসিকো দিয়ে মাঠে ফিরছে আইপিএল

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বেঙ্গালুরুতে ভিন্ন মাত্রা যোগ করবেন চামিরা-হাসারাঙ্গা

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

নিউজিল্যান্ডের কাণ্ডে আইসিসির হস্তক্ষেপ চান ইনজামাম

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পাডিকাল শেষ মুহূর্তে বিশ্বকাপে ডাক পেতে পারেন : শেবাগ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

বিশ্বকাপের আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচ

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

১৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২১

পুনরায় ভারতের কোচ হতে আগ্রহী নন শাস্ত্রী

আর্কাইভ

বিজ্ঞাপন