promotional_ad

চোট নিয়ে হাসপাতালে জাদেজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হেডিংলি টেস্টে ফিল্ডিং করার সময় হাঁটুর চোটে পড়েছিলেন রবীন্দ্র জাদেজা। যদিও কিছুটা সময় ব্যতীত পুরো চারদিনই মাঠে ছিলেন তিনি। তবে ম্যাচ শেষ হতেই সেই চোটের অবস্থা পরখ করতে স্ক্যান করার জন্য হাসপাতালে নেয়া হয় এই অলরাউন্ডারকে।


হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন জাদেজা। সেই সময় ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন এই অলরাউন্ডার। যে কারণে ডান পায়ে চাপ দিয়ে ধরে মাঠের বাইরে চলে যান তিনি। যদিও পরবর্তীতে ফিরে এসে বোলিং শুরু করেছেন বাঁহাতি এই স্পিনার।


promotional_ad

সেই সঙ্গে হেডিংলি টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনও খেলা চালিয়ে গিয়েছেন জাদেজা।। পায়ের স্ক্যানের বিষয়টি ইন্সটাগ্রামে দেওয়া এক স্টোরির মাধ্যমে জানিয়েছেন জাদেজা। ইন্সটাগ্রামের সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি হাসপাতালে দাঁড়িয়ে আছেন। কিঞ্চিত হাসিমাখা ছবিটিতে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘এটা থাকার জন্য ভালো জায়গা নয়।’


হেডিংলি টেস্টে ইংল্যান্ডের কাছে ৭৬ রান ও ইনিংস ব্যবধানে হেরেছে ভারত। এই টেস্টে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি জাদেজা। প্রথম ইনিংসে ৪ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৩০ রান। আর বল হাতে প্রথম ইনিংসে ২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আগামী ২ সেপ্টেম্বর ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট শুরু করবে ভারত।


মাঝে আর চার দিন থাকায় জাদেজা এই সময়ের মধ্যে চোট কাটিয়ে ফিরতে পারেন কি না সেটি নিশ্চিত নয়। তাই ওভালে দলের গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডারকে না পাওয়া ভারতের জন্য মাথা ব্যথার কারণই হবে। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টেও চোটে পড়েছিলেন জাদেজা।


তবুও ব্যাট করতে নামার জন্য প্যাড পরে অপেক্ষা করছিলেন তিনি। যদিও সেবার হানুমা বিহারি ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে ভারত ড্র করায় জাদেজার মাঠে নামতে হয়নি। এছাড়া চোটের কারণে ফেব্রুয়ারিতে এই ইংল্যান্ডের বিপক্ষে পুরো টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন জাদেজা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball