promotional_ad

ওপেনিং জুটি নিয়ে চিন্তার কারণ দেখছেন না প্রিন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের ছাড়াই অজিদের ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে টাইগাররা। এই দুই ব্যাটসম্যান ফেরায় বাংলাদেশের ব্যাটিং অর্ডারের শক্তি আরও বেড়েছে।


মুশফিক-লিটনদের সঙ্গে তাই অস্ট্রেলিয়া বধের শক্তি ও সামর্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করেছেন টাইগারদের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স। ঘরের মাঠ শের ই বাংলা স্টেডিয়াম বাংলাদেশের ব্যাটসম্যানদের হাতের তালুর মতো চেনা। অস্ট্রেলিয়া সিরিজে যে ভুল ত্রুটি হয়েছে সেগুলো সুধরে নিউজিল্যান্ড সিরিজে কাজে লাগানোর প্রত্যাশায় তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে প্রিন্স বলেছেন, 'লিটন ও মুশফিকের ফেরা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দলে অভিজ্ঞ খেলোয়াড় ও কার্যকর তারুণ খেলোয়াড়দের সমন্বয় রয়েছে। মুশফিক ও লিটন দলে ফিরেছে। দলের অভিজ্ঞ খেলোয়াড় ও তরুণদের মধ্যে যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ।'


মুশফিক লিটনদের অভিজ্ঞতা এই সিরিজে কাজে লাগাতে মুখিয়ে আছেন বাংলাদেশ। প্রিন্স বলেছেন, 'মুশফিক, লিটনরা এই কন্ডিশনে অভিজ্ঞ, ওরা অস্ট্রেলিয়া সিরিজে খেলেনি। ওদের সঙ্গে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে কি কি জিনিস কাজে এসেছে আর আমরা কোথায় উন্নতি করতে পারি, এসব নিয়ে কথা হয়েছে। যা আমরা নিউজিল্যান্ড সিরিজেও কাজে লাগাতে পারব।'


অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জুড়েই বাংলাদেশকে ভুগিয়েছে ওপেনিং জুটি। বড় রান করতে পারেননি সৌম্য সরকার, নাইম শেখরা। লিটন ফেরায় ওপেনিংয়ে বিকল্প থাকছে। তাই এটা নিয়ে মোটেই চিন্তার কারণ দেখছেন না টাইগারদের ব্যাটিং পরামর্শক।


তিনি বলেছেন, 'ব্যাক্তিগতভাবে আমি উদ্বোধনী ব্যাটসম্যানদের নিয়ে উদ্বিগ্ন না। আমরা জিম্বাবুয়েতে এক-দুটি ভালো জুটি গড়েছি। অস্ট্রেলিয়া সিরিজে কন্ডিশন কঠিন ছিল। বল ব্যাটে আসলে এবং বলে গতি ও বাউন্স থাকলে যতটা নিয়মিত বাউন্ডারি সম্ভব, ততটা অস্ট্রেলিয়া সিরিজে বের করা সহজ ছিল না। এখানে মানিয়ে নেওয়া দরকার।'


সব মিলিয়ে বুধবার থেকে শুরু হওয়া সিরিজে দারুণ প্রতিযোগীতা দেখছেন প্রিন্স। বিশেষ করে ওপেনিংয়ের জায়গার জন্য তিন ব্যাটসম্যানের লড়াইকে উপভোগ করছেন তিনি। এই প্রতিযোগীতা দলের জন্যও ভালো বলে মনে করেন তিনি। প্রিন্সের ভাষ্য, 'জুটি গড়া গুরুত্বপূর্ণ। আমাদের দলে প্রতিযোগিতাও আছে ওপেনিং পজিশনের জন্য। লিটন নিশ্চয়ই এই সিরিজে সুযোগ পাবে। আর এই প্রতিযোগিতা দলের জন্য ভালো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball