Connect with us

ইংল্যান্ড-ভারত সিরিজ

বাটলারের থেকেও ভালো কিপার পান্ত!


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

চলমান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে উইকেটরক্ষক হিসেবে দারুণ কিছু ক্যাচ ধরেছেন ঋষভ পান্ত। ইংল্যান্ডের পেস বান্ধব কন্ডিশনে বল বেশ সুইং করার কারণে বুদ্ধিমত্তার সঙ্গে সেগুলো তালুবন্দি করতে হয়েছে তাকে। ভারতের সাবেক উইকেটরক্ষক সাবা করিমের মতে, চলমান টেস্ট সিরিজে জস বাটলারের চেয়েও বেশ ভালো কিপিং করেন পান্ত।

নটিংহাম টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে উইকেটের পেছনে দাড়িয়ে ৩টি ক্যাচ নিয়েছিলেন পান্ত। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন চার ইংলিশ ব্যাটসম্যানের আরো ৪টি ক্যাচ। বিদেশের ভিন্ন কন্ডিশনে উইকেটের পেছনে দাড়িয়ে দলের আস্থার প্রতিদান দেওয়ায়, বাটলারের চেয়েও পান্তকে ভাল মানছেন করিম।

এক ইউটিউব ভিডিওতে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘উইকেট কিপারের দক্ষতার জন্য পান্ত অসাধারণ বুদ্ধিমত্তা সম্পন্ন। আমি একটা জিনিস খেয়াল করেছি যে, উইকেট থেকে বলটি পাশ কাটিয়ে যাওয়ার সময় এটি বেশ সুইং করর। তাই বলটি লুফে নেওয়া উইকেটরক্ষকদের জন্য সহজ নয়। তবে উইকেটের পেছনে বাটলারের চেয়েও পান্ত অনেক ভাল।’

অন্যদিকে দুই ইনিংস মিলিয়ে বাটলারের নেয়া ক্যাচের সংখ্যা মোট ৪টি। ঘরের মাঠে বলের গতিবিধি বোঝার ক্ষেত্রে পান্তের তুলনায় ইংলিশ এই উইকেট রক্ষকের ক্ষমতা বেশি এমনটাই জানান করিম। তার কথায়, ‘বাটলার তার ঘরোয়া কন্ডিশনে অনেক ম্যাচ খেলেছে। কিন্তু স্ট্যাম্পের পেছনে পন্থ অসাধারণ। সে মাঝে মাঝে দুর্দান্ত কিছু ক্যাচ নিয়ে থাকে।’

এদিকে এই টেস্টে ৩ উইকেট নিয়ে অনীল কুম্বলের সঙ্গে যৌথভাবে টেস্ট ইতিহাসের তৃতীয় সেরা উইকেট শিকারী হিসেবে উঠে এসেছেন জেমস অ্যান্ডারসন। অনবদ্য কীর্তি গড়ায় এই ইংলিশ পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন করিম। একই সঙ্গে জানিয়েছেন তার কাছ থেকে তরুণদের শেখার আছে অনেক।

তিনি বলেন, ‘এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে, ক্যারিয়ারের শেষ সময়ে এসেও অ্যান্ডারসনকে এমন উদ্যম নিয়ে বল করতে দেখছি। সে সব সিরিজেই কঠোর পরিশ্রম করে এবং দুর্দান্ত ব্যাটসম্যানদের সামলাতে প্রস্তুত থাকে। সে সেট ব্যাটসম্যানদের বিপক্ষে অনবদ্য মানসিক উদ্যম নিয়ে বল করে। তরুণদের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

সর্বশেষ

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

এখানেই শেষ নয়, বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে সিরাজ

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

আইপিএলের গত আসরের ফর্ম এবারও ধরে রাখতে চান নরকিয়া

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

বাংলাদেশ ‘এ’ দলের বড় সংগ্রহ, ব্যাটিং বিপর্যয়ে এইচপি

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

নিউজিল্যান্ডকে রমিজ রাজার হুমকি

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

বিতর্কিত মানকাডে শেষ ম্যাচে হারল বাংলাদেশের যুবারা

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে নিউজিল্যান্ড: শোয়েব

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

রশিদের কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

এবার শঙ্কায় ইংল্যান্ডের পাকিস্তান সফর

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

টেস্ট অধিনায়ক হিসেবে কামিন্সকেই পছন্দ গিলক্রিস্টের

১৭ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

পাকিস্তানে নিউজিল্যান্ড দলকে হুমকি, সিরিজ স্থগিত

আর্কাইভ

বিজ্ঞাপন