Connect with us

ইংল্যান্ড - ভারত সিরিজ

অস্ট্রেলিয়ার মতো করে ইংল্যান্ডকে হারাতে চান সিরাজ


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

২০২০-২১ মৌসুমে পূর্ণশক্তির দল ছাড়াও অস্ট্রেলিয়াকে তাঁদের মাটিতেই সিরিজ হারিয়েছিল ভারত। সেই দলেল গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ডকে হুংকার দিয়ে রাখলেন ডানহাতি এই পেসার। সিরাজ জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মতো করে ইংল্যান্ডকেও হারাতে চান তাঁরা।

গেল বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। সেই সিরিজে সাদা পোশাকে অভিষেক হয়েছিল সিরাজের। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষিক্ত সিরিজেই ১৩ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন এই ডানহাতি পেসার। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মানসিক সামর্থ্যেরও প্রমাণ দিয়েছিলেন তিনি।

সিরিজ চলাকালীন বাবা মারা গেলেও দেশের জন্য খেলতে অস্ট্রেলিয়াতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ২৭ বছর বয়সি পেসার। এদিকে বুধবার (৪ আগস্ট) থেকে নটিংহ্যামে সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে লড়বে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

সিরিজ শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিরাজ বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজে আমাকে অনেক ভাবতে হয়েছিল। সেবার আজিঙ্কা রাহানের অধীনে খেলা দুর্দান্ত ছিল। সে আমাকে অনেক সমর্থক করেছেন। ওই দিনগুলোর কথা ভাবলে এখনো আমার লোম দাঁড়িয়ে যায়। দলের সবার সঙ্গে ট্রফি জেতা ও উদযাপন করা অভাবনীয়। আমাদের দলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার থাকায় অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডকে হারাতে আমি বেশ আশাবাদী।’

এবারের সফরে ভারতকে নেতৃত্ব দেবেন দলটির নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তাই তার অধীনে খেলতে বাড়তি প্রেরণা পাচ্ছেন সিরাজ, ‘কোহলির অধীনে আমরা ইংল্যান্ডকে হারাতে আশাবাদী। তার নেতৃত্বে ইংল্যান্ডে সিরিজ জয়ের ট্রফি উঁচিয়ে ধরতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

গত ফেব্রুয়ারি-মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছিল ইংলিশরা। সেবার ভারতের টেস্ট সিরিজে ছিলেন সিরাজ। ওই সিরিজে টেস্টের পরীক্ষিত ইংলিশ ব্যাটসম্যান জো রুটকে বেশ ভুগিয়েছেন তিনি। আসন্ন সিরিজেও রুটের উইকেট তুলে নিতে চান সিরাজ।

তিনি বলেন, ‘রুট ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান। আমি অন্যান্যদের সঙ্গে তার উইকেটটি তুলে নিতে চাই। আমি হোম সিরিজে রুটকে ফিরিয়ে দিয়েছিলাম তাই এবারও সে আমার পরিকল্পনার অংশ। আমার লক্ষ্য হলো আমার দলের জন্য যতটা সম্ভব উইকেট তুলে নেওয়া।’

সাদা পোশাকে অভিষেকের পর টেস্টে মোট ৫টি ম্যাচ খেলেছেন সিরাজ। যেখানে ২.৮১ ইকোনোমিতে ১৬টি উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সি এই পেসার।

সর্বশেষ

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

হার্দিকের চোটে উদ্বিগ্ন মুম্বাই, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

সৌরভের কারণেই ডানহাতি আইয়ার এখন বাঁহাতি

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ভেঙ্কটেশের মধ্যে যুবরাজের ছায়া দেখছেন পার্থিব

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ম্যাচ জিতেও জরিমানা গুনতে হলো মরগানদের

২৪ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২১

ইপিএল খেলতে দেশ ছাড়লেন তামিম

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

৪ ডিসেম্বর শুরু এলপিএল

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বিলালের সেঞ্চুরিতে বাংলাদেশের যুবাদের বিপক্ষে আফগানদের লিড

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

আকবর-জয়ের ব্যাটে এইচপির লিড

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বিশ্বকাপের আগে ছক্কা হাঁকানোয় ব্যস্ত মার্শ

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২১

বোলিংয়ে কলকাতা, নেই সাকিব

আর্কাইভ

বিজ্ঞাপন