promotional_ad

‘ভারতের কোচ হতে দ্র??বিড়ের অডিশনের প্রয়োজন নেই’

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তরুণদের নিয়ে কাজ করলেও এবারই প্রথম ভারতের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে রাহুল দ্রাবিড়। তাঁর হাত ধরে তরুণরা সাফল্য পাওয়ার পর এবার শ্রীলঙ্কাতে সাফল্য পেলে জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌঁড়ে খানিকটা এগিয়ে থাকবেন তিনি। শ্রীলঙ্কাতে প্রধান কোচের দায়িত্ব নিয়ে যাওয়ার পর অনেকেই দ্রাবিড়কে প্রধান কোচ করার দাবি তুলেছেন।


এদিকে ভারতের সংবাদমাধ্যমে রবি শাস্ত্রীর চাকরি হারানোর গুঞ্জনও শোনা যাচ্ছে। তেমনটা হলে পরবর্তী প্রধান কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে দ্রাবিড়ের। ভারতের কোচ হতে দ্রাবিড়কে কোন অডিশন দেয়ার প্রয়োজন নেই বলে মনে করেন অজিত আগারকার।


promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে আগারকার বলেন, ‘আমি মনে করি রাহুলের কোন অডিশনের প্রয়োজন নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হার ছাড়া রবি শাস্ত্রীও কোন ভুল করছে না। অনূর্ধ্ব-১৯ দল উপকৃত হয়েছে, এনসিএ এবং রাজ্য সংস্থাগুলোর অন্যান্য কোচরাও তাকে সহায়তা করছে।’


একই মঞ্চে বসেছিলেন সঞ্জয় মাঞ্জরেকার। তিনি অবশ্য নিশ্চিত নন যে, দ্রাবিড় ভারতের প্রধান কোচের দায়িত্ব নেবেন কিনা। এ প্রসঙ্গে মাঞ্জরেকার বলেন, ‘আমি নিশ্চিত নই যে, সে এই পদে যাওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছে কিনা।’


২০১৯ সাল থেকে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধানের দায়িত্বে আছেন দ্রাবিড়। এর আগে তিনি কোচ হিসেবে কাজ করেছেন ভারত ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের। তাঁর অধীনে ভারতের বেশিরভাগ তরুণ ক্রিকেটারই উঠে এসেছেন।


যে তালিকায় রয়েছেন পৃথ্বী শ, শুভমান গিল, ইশান কিশান, আভেষ খান, খলিল আহমেদ ও ঋষভ পান্তের মতো প্রতিভাবান ক্রিকেটাররা। যাদের মাঝে গিল, পৃথ্বী ও পান্তরা জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। ইশানের ইতোমধ্যে জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছে। আভেষ না খেললেও অভিষেক হয়েছে খলিলের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball