promotional_ad

জিম্বাবুয়ে স্কোয়াড না দেয়ায় অবাক তামিম

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামীকাল (১৬ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরুর আর ২৪ ঘন্টা মতো সময় না থাকলেও এখনো ওয়ানডে সিরিজের স্কোয়াড় ঘোষণা করেনি জিম্বাবুয়ে। এতে বেশ অবাক হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।


সাধারণত দল ঘোষণা করা হয় সিরিজের আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় রেখে। এক্ষেত্রে স্বাগতিক দল সফরকারী দলের চেয়ে একটু দেরি করতেই পারে। কিন্তু জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগের দিনেও দল ঘোষণা করেনি।


এত করে প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা করতে বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এমনকি আগামীকাল কাদের বিপক্ষে খেলবেন তামিম ও তার দল সেটাও অজানা সবার। এতই বেশ বিরক্তি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন তামিম।


promotional_ad

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এটা আমার কাছেও অবাক লেগেছে। ২৪ ঘণ্টাও বাকি নেই। সাধারণত এই সময়ে টিম মিটিং, ব্যাটিং মিটিং, বোলিং মিটিং করে। দলই যদি না জানেন কি নিয়ে ব্যাটিং করবেন! এটা অবাক করার মত।'


তিনি আরো বলেন, 'আমরা জানি না কাদের বিপক্ষে আমরা খেলছি। আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না এখন কারণ জানি না কারা আমাদের বিপক্ষে খেলবে। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আছে অথচ এখনও দল কেমন হবে জানানো হয়নি।'


করোনা আক্রান্ত পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটাতে একমাত্র টেস্টে খেলেননি স্বাগতিকদের দুই বড় তারকা শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। ওয়ানডে সিরিজে তারা থাকবেন কি না তাও জানে না বাংলাদেশ। তামিম তাই এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নন।


তিনি বলেন, 'তাদের অংশগ্রহণ নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যেকোনো খেলোয়াড়কে খেলতে হলে আমরা যে হোটেলে আছি সেখানে ১০ দিন কোয়ারেন্টিন করতে হবে। কিন্তু আমি কাউকে দেখিনি এখানে। এটা আসলে ওদের বোর্ড ভালো বলতে পারবে।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball