Connect with us

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ

জিম্বাবুয়ে স্কোয়াড না দেয়ায় অবাক তামিম


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আগামীকাল (১৬ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরুর আর ২৪ ঘন্টা মতো সময় না থাকলেও এখনো ওয়ানডে সিরিজের স্কোয়াড় ঘোষণা করেনি জিম্বাবুয়ে। এতে বেশ অবাক হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।

সাধারণত দল ঘোষণা করা হয় সিরিজের আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় রেখে। এক্ষেত্রে স্বাগতিক দল সফরকারী দলের চেয়ে একটু দেরি করতেই পারে। কিন্তু জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগের দিনেও দল ঘোষণা করেনি।

এত করে প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা করতে বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এমনকি আগামীকাল কাদের বিপক্ষে খেলবেন তামিম ও তার দল সেটাও অজানা সবার। এতই বেশ বিরক্তি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন তামিম।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এটা আমার কাছেও অবাক লেগেছে। ২৪ ঘণ্টাও বাকি নেই। সাধারণত এই সময়ে টিম মিটিং, ব্যাটিং মিটিং, বোলিং মিটিং করে। দলই যদি না জানেন কি নিয়ে ব্যাটিং করবেন! এটা অবাক করার মত।'

তিনি আরো বলেন, 'আমরা জানি না কাদের বিপক্ষে আমরা খেলছি। আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না এখন কারণ জানি না কারা আমাদের বিপক্ষে খেলবে। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আছে অথচ এখনও দল কেমন হবে জানানো হয়নি।'

করোনা আক্রান্ত পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটাতে একমাত্র টেস্টে খেলেননি স্বাগতিকদের দুই বড় তারকা শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। ওয়ানডে সিরিজে তারা থাকবেন কি না তাও জানে না বাংলাদেশ। তামিম তাই এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নন।

তিনি বলেন, 'তাদের অংশগ্রহণ নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যেকোনো খেলোয়াড়কে খেলতে হলে আমরা যে হোটেলে আছি সেখানে ১০ দিন কোয়ারেন্টিন করতে হবে। কিন্তু আমি কাউকে দেখিনি এখানে। এটা আসলে ওদের বোর্ড ভালো বলতে পারবে।'

 

সর্বশেষ

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

শ্রীলঙ্কা ও আয়ার‌ল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

হায়দরাবাদের পরিকল্পনায় নেই ওয়ার্নার: ইরফান

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

একাদশে সাকিবের না থাকার কারণ জানালেন কলকাতার সহকারী কোচ

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

ওয়ার্নারদের সাইডবেঞ্চে রাখার ইঙ্গিত বেলিসের

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

স্বপ্ন দেখিয়েও সালমানকে দলে নিচ্ছে না পাকিস্তান

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

তবুও একাদশে নেই সাকিব

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

বিশ্বকাপের জন্য হার্দিককে জমিয়ে রাখছেন রোহিত

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

মঈনের অবসর ইংল্যান্ডের জন্য বড় ক্ষতি: রুট

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

মুশফিক-ইমরুলের ব্যাটে বাংলাদেশ ‘এ’ দলের দাপুটে জয়

২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২১

উইজডেন ইন্ডিয়ার এশিয়া-সেরা একাদশে সাকিব-মুশফিক-মুস্তাফিজ

আর্কাইভ

বিজ্ঞাপন