promotional_ad

গিলের বদলি দুই ওপেনার চেয়েছেন কোহলিরা!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুতে শুভমন গিলকে পাচ্ছে না ভারত। তাঁর বদলি হিসেবে দুই ওপেনার চেয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে মেইল পাঠিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট।


যদিও ইংল্যান্ড কারা যাচ্ছেন এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সফরে টেস্ট অভিষেকে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন গিল। এরপর থেকে তাঁর ওপেনিং সঙ্গী ছিলেন রোহিত শর্মা।


promotional_ad

ইংল্যান্ড সফরের দলে বিকল্প ওপেনার হিসেবে লোকেশ রাহুল ও মায়াঙ্ক দুজনই থাকলেও তাদের বিবেচনায় রাখা হচ্ছে না। সেই সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আছেন অভিমন্যু ঈশ্বরণ। ঘরোয়া ক্রিকেটে সাবলীল পারফরম্যান্সের পরও এখনই আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামতে তৈরি নন তিনি।


এদিকে মায়াঙ্ক ও রাহুল নিজেদের সেরা ফর্মে নেই। তাই পৃথ্বী শ ও দেবদূত পাডিক্কালকে ইংল্যান্ডে পাঠানোর কথা ভাবছে বিসিসিআই। যদিও এক সিনিয়র বিসিসিআই কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।


পৃথ্বী ও পাডিক্কাল দুজনই এখন শ্রীলঙ্কায়। স্বাগতিকদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দলে রাখা হয়েছে দুজনকেই। সবকিছু ঠিক থাকলে এই দুজন শ্রীলঙ্কা থেকেই ইংল্যান্ডে উড়ে যাবেন। ডারহামে বিরাট কোহলিদের বায়ো বাবলে ঢোকার আগেই তাদের দলের সঙ্গে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball