promotional_ad

বদলে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী পর্বের জন্য নতুন পয়েন্ট নীতি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই পর্বে প্রত্যেক ম্যাচের জন্য বরাদ্দ থাকবে ১২ পয়েন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপকে আরও জমজমাট করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।


এবারের পর্বে প্রত্যেক ম্যাচে জয়ী দল পাবে মোট ১২ পয়েন্ট। যেখানে কোন ম্যাচ ড্র হলে উভয় দল চার পয়েন্ট করে পাবে আর ম্যাচ টাই হলে পাবে সমান ছয় পয়েন্ট করে। স্লো ওভার রেটের জন্য এ পর্বেও শাস্তির বিধান রেখেছে আইসিসি। নিয়ম অনুসারে নির্ধারিত ওভারের চেয়ে, কোনো দল যত ওভার পিছিয়ে থাকবে, সেই দলের তত পয়েন্ট কাটা যাবে।


promotional_ad

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে পয়েন্টের নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নতুন নিয়ম প্রসঙ্গে আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ এলারডাইস বলেছেন, ‘প্রত্যেক সিরিজের জন্য সমান ১২০ পয়েন্ট করে বরাদ্দ থাক???ে। সিরিজে দুই টেস্ট বা পাঁচ টেস্ট হোক এক ম্যাচের জন্য সর্বোচ্চ ১২ পয়েন্ট থাকবে। ‘


তিনি আরও যোগ করেন, ‘দলের র‍্যাঙ্ক নির্ধারণ করা হবে তাদের অর্জিত পয়েন্টের শতকরা হিসাবে। আমারা চেষ্টা করেছি এবং লক্ষ ছিল তালিকার প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ ও যেকোন সময়ে অর্থবহ করে তুলা, যদিও তারা ভিন্ন সংখ্যক সিরিজ বা ম্যাচ খেলবে।’


আগের পর্বের মতই এই পর্বেও প্রতিটি দল মোট ছয়টি করে সিরিজ খেলবে। তিনটি হোম সিরিজ আর বাকি তিনটি অ্যাওয়ে সিরিজ। নতুন সূচিতে সবচেয়ে বেশি ২১টি টেস্ট খেলবে ইংল্যান্ড। ভারত খেলবে ১৯টি, অস্ট্রেলিয়া ১৮টি, দক্ষিণ আফ্রিকা ১৫টি, পাকিস্তান ১৪টি এবং নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ১৩টি করে টেস্ট খেলবে।


চলতি মাসেই সাউদাম্পটনের ফাইনাল টেস্টের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। করোনা মহামারিতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত না হলেও বেশ আকর্ষণীয় ছিল সাদা পোশাকের এই লড়াই। এই বছরের আগষ্টে ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী পর্ব। আর শেষ হবে ২০২৩ সালের জুনে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball