promotional_ad

বাংলাদেশ সিরিজ থেকে স্মিথ-ওয়ার্নারদের নাম প্রত্যাহার, চটেছেন ওয়ার্ন

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় অংশ। যেখানে খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। সেখানে খেলার জন্য নিজেদের সতেজ রাখতে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাত তারকা ক্রিকেটার।


যে তালিকায় রয়েছে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের মতো তারকা ক্রিকেটারদের নাম।আইপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে নাম সরিয়ে নেয়ার স্মিথ-ওয়ার্নারদের ওপর চটেছেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই লেগ স্পিনার মনে করেন, দেশের চেয়ে আইপিএলকে প্রাধান্য দেয়ায় তাঁদেরকে শাস্তি দেয়া উচিত ছিল।


promotional_ad

দীর্ঘদিন ধরেই জৈব সুরক্ষা বলয়ের মাঝে থেকে খেলছেন ক্রিকেটাররা। মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার পর আইপিএলে অংশ নেয় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। পুরো আইপিএল শেষ না হলেও ভারতের করোনা পরিস্থিতির কারণে দেশে ফিরেও কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে তাঁদের।


যে কারণে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে বিশ্রাম চেয়েছিলেন সিনিয়র ক্রিকেটাররা।  কিন্তু আইপিএল খেলার কারণে দেশের খেলা বাদ দেয়ায় মূলত চটেছেন ওয়ার্ন। এমন কাজের জন্য তাঁদেরকে শাস্তি না দিয়ে সিএ ভুল করেছে বলে মনে করেন তিনি। 


এ প্রসঙ্গে ওয়ার্ন বলেন, ‘এটা দুর্দান্ত ব্যাপার এবং তারা যদি টাকা পেতে চায় তাহলে টাকা নেবে। কিন্তু আপনি যদি দেশের হয়ে ক্রিকেট খেলতে চান এবং আপনি যদি দেশের খেলা রেখে আইপিএল বেছে নেন তাহলে আপনাকে সম্ভবত কিছুটা শাস্তি পেতে হবে। তাদেরকে শাস্তি দেয়া হয়নি, যা একেবারেই ভুল।’


বিশ্বের বেশিরভাগ তারকা ক্রিকেটারকেই আইপিএল খেলতে দেখা যায়। তবে দলগুলো প্রতি ম্যাচে মাত্র চারজন ক্রিকেটার খেলাতে পারেন। যে কারণে অনেক সময়ই ভালো ক্রিকেটার হওয়ার পরও বেঞ্চে বসে থাকতে হয়। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের এটাও মনে করিয়ে দিয়েছেন যে, আইপিএলে সবসময়ই তাদের বিকল্প প্রস্তুত থাকে।


ওয়ার্ন বলেন, ‘আপনি যদি আইপিএল খেলার জন্য টাকা বেছে নেন তাহলে কোন সমস্যা নেই কিন্তু আপনাকে কয়েকটি টেস্ট ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। আপনি যতই ভালো হন না কেন রান করতে না পারলে জায়গা হারাবেন। এখানে এমন কেউ রয়েছে যে কিনা সর্বদা তোমার বিকল্প হিসেবে খেলতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball