promotional_ad

নাহিদুল-রনির নৈপূণ্যে জিতলো প্রাইম ব্যাংক

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নাহিদুল ইসলাম ও রনি তালুকদারের নৈপূণ্যে জিতলো প্রাইম ব্যাংক। এদিন খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৫ উইকেটে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল। প্রাইম ব্যাংকের হয়ে ১২ রানে ৩ উইকেট নিয়েছেন নাহিদুল আর ১৯ বলে ৩৯ রান করেছেন রনি। 


বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একাদশ রাউন্ডে প্রাইম ব্যাংক ও খেলাঘরের ম্যাচ চলাকালীন বৃষ্টি হানা দেয়। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১০ ওভারে। তাতে পরে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭৪ রান। 


এই লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ এক জুটি গড়েন তামিম ইকবাল ও রনি। যদিও উদ্বোধনী জুটির বেশিরভাগ রানই রনির। ১৯ বলে ৩৯ রান করে ডানহাতি এই ওপেনার রানআউট হলে ভাঙে তাঁদের দুজনের ৪৮ রানের উদ্বোধনী জুটি। ইনিংসটি খেলতে সাতটি চার ও একটি ছক্কা মেরেছেন রনি।


promotional_ad

এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেনি তামিম। রনি ফেরার পর ১৩ বলে ৯ রান করে মাসুম খানের বলে আউট হয়েছেন বাঁহাতি এই ওপেনার। বিজয় ১৬ বলে ১৭ রান করলেও মোহাম্মদ মিঠুন ও নাহিদুল ব্যাট হাতে ছিলেন ব্যর্থ।


শেষ দিকে ১ রানের ব্যবধানে সাজঘরে ফিরে প্রাইম ব্যাংকের তিন ব্যাটসম্যান। যেখানে প্রথম ব্যাটসম্যান হিসেবে ফেরেন বিজয় আর বাকি দুজন হলেন নাহিদুল, মিঠুন। তবে ৫ বল বাকি থাকতে প্রাইম ব্যাংকের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন অলক কাপালি ও রুবেল মিয়া। 


এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫ উইকেটে ৬৮ রান তোলে খেলাঘর। এদিন দলটির হয়ে শাহরিয়ার কমল ৩১ ও রাফসান আল মাহমুদ করেছেন ১০ রান। প্রাইম ব্যাংকের হয়ে ১২ রানে ৩ উইকেট নিয়েছেন নাহিদুল।


সংক্ষিপ্ত স্কোর:


খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৬৮/৫ (ওভার ১০) (কমল ৩১, রাফসান ১০, নাহিদুল ৩/১২)


প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৭৪/৫ (ওভার ৯.১) (রনি ৩৯, বিজয় ১৭, ইরফান ২/১৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball