promotional_ad

পুরাতন নিয়মেই চলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাকালীন বেশ কয়েকটি ম্যাচ/সিরিজ না হওয়ায়বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন এনেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলার সুযোগ পাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।


কিন্তু করোনার কারণে নির্ধারিত সময়ের মধ্যে এবারের আসর সবগুলো ম্যাচ শেষ করতে না পারায় পয়েন্টের পরিবরর্তে পয়েন্টের শতকরা হিসেব করে দুই ফাইনালিস্ট বাছাইয় করেছিল আইসিসি। টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসরেও এই নিয়ম বহাল রাখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস।


promotional_ad

টেস্ট ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলতে টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট আয়োজন করে আইসিসি। যেখানে পয়েন্টের শতকরা হিসেবে প্রথম আসরে ফাইনাল খেলছে ভারত ও নিউজিল্যান্ড। আগামী ১৮ জুন থেকে ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে প্রথম আসরের ফাইনাল। যদিও এবারের আসরে ফাইনালই খেলারই কথা ছিল না নিউজিল্যান্ডের।


প্রাথমিক নিয়ম অনুযায়ী, আইসিসি ​টেস্ট চ্যাম্পিয়নশিপে সব দলের ছয়টি করে সিরিজ হওয়ার কথা। এরপর পয়েন্টের ভিত্তিতে নির্ধারণ করার কথা ছিল দুই ফাইনালিস্ট দল। কিন্তু করোনার কারণে সবগুলো সিরিজ না হওয়ায় পয়েন্ট টেবিলের তিনে থেকেও পয়েন্টের শতকরা হিসেবে ফাইনালে জায়গা করে নেয় কেন উইলিয়ামসনের দল।


টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের দুই ফাইনালিস্ট নির্ধারণের ক্ষেত্রেও একই নিয়ম বজায় রাখছে আইসিসি। এ প্রসঙ্গে অ্যালার্ডিস বলেন, ‘আমি মনে করি আমরা পয়েন্টের শতকরা নিয়মে স্থির থাকছি। আমরা যখন প্রতিযোগিতার প্রথম ১২ মাসের দিকে তাকাই তাহলে দেখবো বেশ কয়েকটি দলের পয়েন্ট ছিল। কিন্তু তারা কয়টা সিরিজ খেলছে তার সঙ্গে এটা সম্পর্কিত ছিল।’


তিনি আরও বলেন, ‘দলগুলো কয়টা ম্যাচ খেলেছে এবং জিতেছে সেটার ওপর ভিত্তি করে পয়েন্টের শতকরা হিসেব হবে। যা দলগুলোর মাঝে তুলনা করার একটি পদ্ধতি। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয়ার্ধেও এই নিয়ম আমাদের ভালোভাবে সার্ভ করবে। এটা পরিবর্তনের একটি অংশ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball