ভ্রমণ জটিলতায় বাদ পড়লেন ল্যাবুশেন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা পরিস্থিতির মধ্যে ভ্রমণ জটিলতার কারণে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারছেন না মার্নাস ল্যাবুশেন। সেই সময় এই অজি ব্যাটসম্যান ব্যস্ত থাকবেন কাউন্টি ক্রিকেটে।
আগামী জুলাইয়ে ক্যারিবীয়দের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে অজিদের। আসন্ন এই সিরিজের জন্য সোমবার ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে রাখা হয়নি ল্যাবুশেনকে।

বর্তমানে এই অজি ব্যাটসম্যান ব্যস্ত আছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে। সেখানে তিনি খেলছেন গ্ল্যামরগনের হয়ে। ল্যাবুশেনকে দলে না রাখার কারণ হিসেবে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স জানালেন, লজিস্টিক জটিলতার কারণে তাকে রাখা হয়নি দলে।
তিনি বলেন, 'মার্নাসকে যারা চেনে, সবারই বোঝার কথা, অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে দলে থাকতে না পেরে সে ভীষণ হতাশ। ওর সঙ্গে আমরা অনেক কথা বলেছি, অসংখ্য বিকল্প ভেবে দেখেছি। কিন্তু শেষ পর্যন্তই এটাই বাস্তবসম্মত মনে হয়েছে যে সে ইংল্যান্ডেই থাকবে।'
ল্যাবুশেনের না থাকার কারণ আরও ব্যাখ্যা করে হন্স বলেছেন, 'বৈশ্বিক মহামারীর মধ্যে না হলে মার্নাস অবশ্যই সফরে থাকত। ওয়ানডে দলের প্রতিষ্ঠিত ও গুরুত্বপূর্ণ অংশ সে। কিন্তু গোটা বিশ্বই এখন দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আছে। এই অবস্থায় মার্নাস সুযোগ পাচ্ছে গ্ল্যামরগনের হয়ে কাউন্টি ও টি-টোয়েন্টি খেলার।'
ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দলে বিবেচনায় ছিলেন ক্যামেরন গ্রিনও। তবে তিনি নিজের বোলিং নিয়ে কাজ করার জন্য দেশেই থেকে যেতে চান। এজন্য তাকে প্রাথমিক দলের বাইরে রাখা হয়েছে। অবশ্য কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও অজি দলে আছেন ম্যাথু ওয়েড, মার্কাস স্টইনিস, ডি আর্কি শর্ট ও মিচেল সোয়েপসন।