promotional_ad

ঋদ্ধিমানের খবর শুনে ইংলিশ ক্রিকেটাররা হোটেলেই হৈচৈ শুরু করেছিল: মরিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের করোনা পরিস্থিতি খারাপ হলেও এর মাঝেই চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ক্রিকেটারদের জৈব সুরক্ষা রেখেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কিন্তু হুট করেই যেন বদলে গেল সব! বলয়ের ভেতরেই ঢুকে পড়ল প্রাণঘাতী এই ভাইরাস।


একের পর এক ক্রিকেটার করোনা পজিটিভ আসায় শেষ পর্যন্ত স্থগিত করতে হয় আইপিএলকে। এর পরপরই বাড়ি ফিরতে শুরু করেন বিদেশি ক্রিকেটাররা। এবারের আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিস বাড়ি ফিরেছেন শুক্রবার।


promotional_ad

পেস বোলিং এই অলরাউন্ডার রাজস্থান রয়্যালসের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দেশে ফিরে কোয়ারেন্টাইনে থাকলেও স্বস্তি পাচ্ছেন মরিস। তবে তিনি জানিয়েছেন, সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার ঋদ্ধিমান সাহা পজিটিভ আসার পর মনে ভয় ধরেছিল তাঁর। 


দেশে ফেরার আগে তাই হোটেলে কটা দিন ভয়ে কেটেছে মরিসের। একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার খবর আসার সময়ই তিনি বুঝতে পেরেছিলেন যে আইপিএল আর হচ্ছে না। আর ইংলিশ ক্রিকেটাররা নাকি রীতিমত ঘাবড়ে হোটেলে হৈচৈ শুরু করেছিলেন।


দক্ষিণ আফ্রিকার একটি সংবাদ মাধ্যমকে মরিস বলেন, 'একের পর এক কোভিড পজিটিভের খবরে বুঝতে পারি, আইপিএল স্থগিত হয়ে যাবে। তবে যখন শুনি আমাদেরই ঋদ্ধিমান সাহা করোনা আক্রান্ত হয়েছে তখন সবাই চাপে পড়ে যাই। অনেকটা ভয়ার্ত ছিলাম আমরা।'


'তাছাড়া দেশে ফেরা নিয়ে তো চিন্তা ছিলই। শেষ পর্যন্ত দেশে ফিরে অনুভব করছি, এ বুঝি নতুন জীবন ফিরে পেলাম।ঋদ্ধিমানের করোনা আক্রান্তের পর ইংল্যান্ডের ক্রিকেটাররা রীতিমতো ঘাবড়ে যায়। ওরা হোটেলে হৈচৈ শুরু করে দেয়। তখন নিজেদের অসহায় মনে হচ্ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball