promotional_ad

ফাইনালের আগে দল ছাড়ছেন ফ্লেচার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিগ ব্যাশ ফাইনালের আগে দল ছাড়ছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে ফ্লেচার। মূলত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টেন লিগে খেলতেই মেলবোর্ন স্টারস ছাড়ছেন তিনি। চলতি সপ্তাহেই আরব আমিরাতে উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।


ফলে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে খেলা হচ্ছে না তাঁর। সেই সঙ্গে প্লে অফ থেকে ফাইনাল এই এই ম্যাচগুলো খেলা হচ্ছেনা তাঁর। বিগ ব্যাশ থেকে বিদেশি ক্রিকেটারদের চলে যাওয়ার ক্ষেত্রে তিনিই সর্বশেষ ক্রিকেটার।


promotional_ad

যদিও এই সপ্তাহ পর তিনি দল ছাড়বেন বলে জানা গিয়েছিল। তবে সেটির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। তবে তিনি না থাকলেও তাঁর দল ফাইনালে জিতবে এবং শিরোপাে উঁচিয়ে ধরবে বলে বিশ্বাস করেন তিনি।  


এ প্রসঙ্গে ফ্লেচার বলেন, ‘এই ম্যাচ দুটি জেতা এবং দল হিসেবে আরও উপরে উঠা আমাদের জন্য দারুণ ব্যাপার হবে। আমি আবারও ফিরে আসতে পছন্দ করব। আশা করি আমার দল ফাইনাল জিতবে এবং ট্রফি উঁচিয়ে ধরবে।’


আর মাত্র একটি ম্যাচ খেলেই আরব আমিরাতে যাবেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। সেখানে যাওয়ার আগে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচে খেলবেন ডানহাতি এই ব্যাটসম্যান। ম্যাচের আগের দিন তাঁকে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে দলটির পক্ষ থেকে।


চলতি মৌসুমে রান পেতে তাঁকে খানিকটা লড়াই করতে হয়েছে। এবারের আসরে তাঁর চোখে পড়ার মতো পারফর‌ম্যান্স বলতে অ্যাডিলেড স্ট্রাইকারের বিপক্ষে অপরাজিত ৮৯ রানের ঝড়ো ইনিংস। এছাড়া সীমানার কাছে বেশ কয়েকটি দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন এই ক্যারিবিয়ান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball