promotional_ad

মাশরাফির ভাগ্য নির্ধারণ হবে লটারির মাধ্যমে

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পেতে লটারিতে নামতে হচ্ছে দুই দলকে। ইতোমধ্যে দেশসেরা এই পেসারকে পেতে আগ্রহ প্রকাশ করেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল।


করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে দেশের মাটিতে ক্রিকেট ফিরেছে। প্রস্তুতির অভাবের কথা জানিয়ে ওই টুর্নামেন্টে খেলেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


promotional_ad

এবার আরও বড় পরিসরে পাঁচ দলের কর্পোরেট লিগ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে গোড়ালির ইনজুরির কারণে এই টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারেননি। তবে এখন তিনি ম্যাচ খেলতে প্রস্তুত। তাই তাঁকে ফলে পেতেও মরিয়া দলগুলো।


মাশরাফিকে পেতে আগ্রহের কথা জানিয়ে জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, 'মাশরাফি এমন একটা নাম, এমন একটা খেলোয়াড় যাকে সবাই নিতে চাবে। আমরাও আগ্রহ দেখিয়েছি। এখানে ব্যাপার হলো যে ওর এভেইভিলিটি, বোর্ড থেকেও আলাদা ফিডব্যাক নিতে হবে যে ও কি অবস্থায় আছে, ওর ফিটনেস কি অবস্থায় আছে।'


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটের পরই বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল ফিট হলে তাঁকে যেকোনো দলের তাঁকে নিতে পারবে। সেই সময় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন যদি একের অধিক কোনো দল মাশরাফিকে নিতে চায় তবে লটারির মাধ্যমে তাঁর ভাগ্য নির্ধারণ হবে। এবার সেই পথেই হাঁটতে চলেছে বিসিবি।


তিনি বলেছিলেন, 'মাশরাফির ব্যাপারে একটা চিন্তা আছে। ওর হ্যামস্ট্রিং ইনজুরি আছে। আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ওকে পাওয়া যাবে। তখন যেকোন দল চাইলে ওকে দেওয়া যাবে এবং আমি আশা করছি খুব তাড়াতাড়ি ও খেলার মধ্যে ফিরে আসবে।'


আসরের মাঝপথে ফিট হলে কীভাবে দলগুলো মাশরাফিকে বেছে নিবে এই ব্যাপারে নান্নু বলেন, 'একের বেশি কোন দল যদি ওকে চায় সেক্ষেত্রে লটারি করে দেওয়া হবে এবং যদি একটা দলই চায় তাহলে সরাসরি সেই দলে খেলতে পারবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball