promotional_ad

'আশরাফুলের রান আউট দুটো দৃষ্টিকটু'

তানভীন তামিম/ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে হাজারো ক্রিকেট ভক্তের চোখ মিনিস্টার গ্রুপ রাজশাহীর দিকে। কেননা এ দলের হয়েই যে খেলছেন এক সময়ের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর এবারের লড়াইটা তাঁর জাতীয় দলে ফেরা নিয়ে।


চলতি টুর্নামেন্টে হাজারো আশরাফুল ভক্তের মনে একটাই আশা ছিল; আবারো হাসবে তাঁর ব্যাট। কিন্তু ভক্তদের আর্তি যেন পৌঁছাতেই পারছে না আশরাফুলের কাছে। তাঁদের সকল আশা জলাঞ্জলি দিয়ে তিন ম্যাচে আশরাফুলে ব্যাট থেকে এসেছে মোট ৩৬ রান। যেখানে ইনিংস তিনি খেলেছেন সর্বোচ্চ ২৫ রানের একটি ইনিংস।


promotional_ad

টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুর্দান্ত এক শট খেলার সময় মোহাম্মদ নাইমের তালুবন্দি হয়ে সাজঘরে ফিরেছিলেন আশরাফুল। এরপর তৃতীয় ম্যাচে আনিসুল ইসলাম ইমনের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রানআউট হয়ে মাঠে ছাড়তে হয়েছিল তাকে।


এখনও বড় কোনো ইনিংস না খেললেও খুব শিঘ্রই তাঁর থেকে বড় স্কোর আশা করছেন রাজশাহী কোচ সারোয়ার ইমরান। একই সঙ্গে তিনি মনে করছেন ডানহাতি এই ব্যাটসম্যান ট্যাকনিকালি এবং ট্যাকটিকালি আগের অবস্থায় ফিরে আসছে যেমনটা নিষেধাজ্ঞার আগে তাঁর ছিল।


সারোয়ার বলেন, আশরাফুলের ব্যাডলাক ঠিক বলব না। আশরাফুলের ডিসিশনগুলো, দুইটা রানআউট তিনটা খেলার মধ্যে। এই আউটগুলো একটু দৃষ্টিকটু ছিল। তারপরেও আমি মনে করি আশরাফুল ট্যাকনিকালি এবং ট্যাকটিকালি আগের অবস্থায় ফিরে আসছে। ওর একটা বড় স্কোরের অপেক্ষায় আছি আমরা।'


আর মিডল অর্ডার আশরাফুল কেন্দ্রিক না মোটামুটি টি-টোয়েন্টিতে আমাদের যে বাঁহাতি আছে ফজলে রাব্বি সহ সবাই ভালো খেলতেছে। তারপরেও সাইফুদ্দিন কামব্যাক করলে আমাদের দলটা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball