Connect with us

আইপিএল

ব্যাগ গোছাও বাড়ি ফিরে যাও, ব্রাভোকে পোলার্ড


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

২০০৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি চেন্নাই সুপার কিংসের। তবে এর এক আসর পরই মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা ঘরে তুলে মহেন্দ্র সিং ধোনির দল।

এরপর ২০১৩ আইপিএলের ফাইনালে  চেন্নাইকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের তৃপ্তি পায় মুম্বাই। এর মধ্যে দিয়েই এই দুই দলের প্রতিশোধ-প্রতিদ্বন্দ্বিতার লড়াই শুরু হয়।  অবশ্য সেই আসরে মুম্বাইকে ফাইনালে উঠতে অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছিল। কোয়ালিফাইয়ারে মুম্বাইকে হারিয়ে ফাইনালে উঠেছিল চেন্নাই। আর এলিমিনেটর খেলে ফাইনালে যেতে হয়েছিল মুম্বাইকে।

ফাইনালে চেন্নাইকে ২৩ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় মুম্বাই। ফাইনাল জেতার পর ডোয়াইন ব্রাভোকে খোঁচা দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তারই স্বদেশী কাইরন পোলার্ড। ফাইনাল শেষে ব্রাভোকে ব্যাগ গুছিয়ে দেশে ফিরে যেতে বলেছিলেন তিনি।

চোটের কারণে চলতি আসর থেকে ছিটকে যাওয়া ব্রাভো এক আলাপচারিতায় বলেছেন, ‘পোলার্ড আমাকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা প্রেরণ করে বলেছিল, তোমার ব্যাগ গোছাও এবং বাড়ি ফিরে যাও। আমি বলেছিলাম ঠিক আছে, কোনও সমস্যা নেই।’ 

আর এদিকে মুম্বাইয়ের এলিমিনেটরে খেলা নিয়ে পোলার্ডকে খোঁচা দিয়েছিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তিনি মুম্বাইয়ের ফাইনালে ওঠা নিয়ে খোঁচা দিয়ে পোলার্ডকে বলেছিলেন, ‘ চেন্নাই যোগ্য দল হিসেবে কোয়ালিফাই খেলে ফাইনালে এসেছে। আর মুম্বাইকে এলিমিনেটর খেলতে হয়েছে।’

আইপিএলের সেই আসরের ফাইনালের পর থেকেই এই দুই দলের লড়াই মানে বাড়তি উত্তেজনা। এমনকি দুই দলের খেলোয়াড়রাও একে অপরের মুখোমুখি হওয়ার সময় দারুণ আক্রমণাত্মক থাকেন। অনেকে মুম্বাই-চেন্নাইয়ের ম্যাচ এলেই এল ক্লাসিকোর স্বাদ পান।

আইপিএলের চলতি আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাইকে ৫ উইকেটে হারিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির দল।  প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের হারালেও পুরো আসরে ধুঁকছে স্টিভেন ফ্লেমিংয়ের শিষ্যরা। চেন্নাইয়ের খারাপ সময় গেলেও টুর্নামেন্টে দারুণ ফর্মে আছে রোহিতের দল। ৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে মুম্বাই।

আর চলতি আসরে ৩ জয়ে মাত্র ৬ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ের অবস্থান টেবিলের তলানিতে। আইপিএলের ফাইনালে এখন পর্যন্ত ৪ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে তিনবার চেন্নাইকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় রোহিত শর্মার দল।

আর গ্রুপপর্ব  ও প্লে অফ মিলে ২৯ বার মুখোমুখি হয়েছে আইপিএলের সফলতম এই দুই দল। যেখানে ১৭ বার জয় তুলে নিয়েছে ৪ বারের চ্যাম্পিয়ন মুম্বাই আর ১২ বার জিতেছে ৩ বারের শিরোপা জয়ী চেন্নাই।

বিজ্ঞাপন

সর্বশেষ

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

পারলে ‘সুইচ হিট’ থামানোর চেষ্টা করো!

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

নাটারাজনকে দলে নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন শেবাগ

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

সবুজের গালিচায় 'ধোঁকা' খেলো ওয়েস্ট ইন্ডিজ

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

প্রতারণা করেনি ইংল্যান্ড!

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

শফিউলের ইনজুরিতে ভাগ্য খুললো খালেদের

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

মাশরাফির ভাগ্য নির্ধারণ হবে লটারির মাধ্যমে

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

‘উইকেট খুবই খারাপ’

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানের পর বিশ্বকাপে চোখ বাটলারের

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

আইপিএলে বাড়ছে দল, অপেক্ষা সিদ্ধান্তের

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

ইনজুরিতে শফিউল

বিজ্ঞাপন
আর্কাইভ


বিজ্ঞাপন