Connect with us

ডিপিএল

হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফিরলেন মমিনুল


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ 

লিজেন্ডস অফ রুপগঞ্জঃ ২৪৮/২ (৩৯ ওভার) (নাঈম-১৩৬*, নাঈম ইসলাম-২*; রাজ্জাক-১/৩০, নাহিদুল-১/৪১) 


হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফিরলেন মমিনুলঃ নাঈম সেঞ্চুরি হাঁকানোর পর দারুণ ব্যাটিং করে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মমিনুল হক। তবে এরপর বেশীক্ষণ টিকতে পারেননি তিনি। ৫২ রান করে নাহিদুল ইসলামের বলে আরিফুল হকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। 


নাঈমের টানা দ্বিতীয় সেঞ্চুরিঃ আবাহনীর বিপক্ষে গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর আজ প্রাইম ব্যাংকের বিপক্ষেও সেঞ্চুরি তুলে নিয়েছেন রুপগঞ্জের ওপেনার মোহাম্মদ নাঈম। মমিনুলের হকের সাথে জুটি বেঁধে বর্তমানে দলকে বড় স্কোরের পথে নিয়ে যাচ্ছেন তিনি। 

নাঈম ও মমিনুলের জুটিঃ মারুফের বিদায়ের পর দারুণ ব্যাটিং করে দলকে বড় স্কোরের পথে নিয়ে যাচ্ছেন ওপেনার নাঈম এবং তিন নম্বরে খেলতে নামা মমিনুল হক। এরই মধ্যে দলকে দেড়শ রানের কোটা পার করিয়েছেন এই দুই ব্যাটসম্যান। 

জুটি ভাঙ্গলেন রাজ্জাকঃ নাঈম এবং মারুফের ১২৯ রানের জুটিটি অবশেষে ভাঙ্গতে সক্ষম হন প্রাইম ব্যাংকের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। ১৯তম ওভারের চতুর্থ বলে সালমান হোসেনের হাতে মেহেদি মারুফকে ক্যাচ বানিয়েছেন তিনি। ফেরার আগে ৪৮ বলে ৫৪ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন ৩১ বছর বয়সী মারুফ। 

রুপগঞ্জের উড়ন্ত সূচনাঃ বাঁচা মরার এই ম্যাচটিতে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার মেহেদি মারুফ এবং মোহাম্মদ নাঈমের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল রুপগঞ্জ। ১২৯ রানের জুটি গড়েছিলেন এই দুই ব্যাটসম্যান।  

টস বিজয়ী রুপগঞ্জঃ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ ডিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লিজেন্ডস অফ রুপগঞ্জকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক আনামুল হক বিজয়।  

সর্বশেষ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বাবরকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লায়ন

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

লেগ স্পিনার ‘গড়ে তোলার’ লক্ষ্যেই স্কোয়াডে রিশাদ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

সৌম্যকে দলে নেয়ার কারণ জানালেন বাশার

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টেস্ট খেলার আশা ছাড়েননি ম্যাক্সওয়েল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ালো ডমিনিকা

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডাওরিচের আচমকা অবসর

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

তাইজুলের চতুর্থ শিকার জেমিসন, ৭ উইকেট নেই কিউইদের

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

ফিরলেন স্যামসন, ওয়ানডে দল থেকে বাদ সূর্যকুমার

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

‘শান্ত ভালো লিডার, নেতৃত্বের ভেতরের জিনিসগুলো বুঝে’

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে সৌম্য, নতুন মুখ রিশাদ-রাকিবুল

আর্কাইভ