ইমরুল-লিটনকে নিয়ে মাশরাফির আক্ষেপ
ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তবে এই ম্যাচে বাংলাদেশ দলের দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস সেঞ্চুরির খুব কাছে থেকে ফিরেছেন।
বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই কারণে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "ইমরুল ও লিটনের শতক পাওয়া উচিত ছিল, তারা এরকম সুযোগ পাবে না। ওপেনাররা রান পাচ্ছে এটা দলের জন্য বেশ ভালো।"

ইমরুল কায়েস ৯০ রান করে আউট হয়েছেন আর লিটন দাস ফিরেছেন ৮৩ রান করে। এই দুজনে ওপেনিংয়ে ১৪৮ রানের জুটি গড়ে দলের বড় জয় অনেকটাই নিশ্চিত করে গিয়েছিলেন।
ম্যাচ জয়ে বাংলাদেশ দলপতি বোলারদের বড় অবদান দেখছেন। জিম্বাবুয়েকে ২৪৬ রানে আটকে দেয়ার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন তারা। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে দলকে ম্যাচে রেখেছেন। তাই তাদের কৃতিত্ব দিচ্ছেন মাশরাফি।
"আমি মনে করি টস জেতা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা শিশির সম্পর্কে জানতাম। তবে আমরা এতটা আশা করেছিলাম না। তাই কৃতিত্ব বোলারদের, যারা ব্যাটসম্যানদের জন্য পথটা তৈরি করে দিয়েছে। আমাদের ওপেনাররা দারুণ খেলেছে এবং এটা দেখতে দারুণ ছিল।"
মাশরাফি আগে থেকেই জানতেন এই উইকেটে ২৭০-২৮০ রান তাড়া করেও জয় সম্ভব। তাই উইকেটের প্রশংসা করেছেন তিনি। এই পিচে বোলারদের পারফর্মেন্সে আনন্দিত বাংলাদেশ অধিনায়ক।
"উইকেটটা দারুণ। আমরা জানতাম যে ২৭০-২৮০ তাড়া করা সম্ভব। বোলাররা পিচে দারুণ বোলিং করেছে এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু পেয়েছে।"