প্রস্তুতি ম্যাচের দলে শাহাদাত হোসেন

ছবি: শাহাদাত হোসেন

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রস্তুতি ম্যাচটি ২৯ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে দলে না থাকা মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহানকে স্কোয়াডে রাখা হয়েছে। তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলবেন ফজলে মাহমুদ রাব্বী, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, আবু হায়দার রনি ও রুবেল হোসেন।
বড় চমক হিসেবে দলে রাখা হয়েছে শাহাদাত হোসেন রাজিবকে। এনসিএলে ভাল বোলিংয়ের সুফল হিসেবে রাখা হয়েছে তাঁকে। ঘরোয়া ক্রিকেটের ফর্ম দিয়ে প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে জায়গা করে নিয়েছে মিজানুর রহমান ও তরুন আফিফ হোসেন।
বাংলাদেশ দল ৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে। ১১ তারিখ সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
বিসিবি একাদশঃ ফজলে মাহমুদ রাব্বী, মিজানুর রহমান, নাজমুল হোসেন শান্ত, জাকির হোসেন, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন, নূরুল হাসান সোহান, ইবদাত হোসেন, আবু হায়দার রনি, রুবেল হোসেন, শাহাদাত হোসেন রাজীব।