Connect with us

এশিয়া কাপ

শ্রীলঙ্কাকে পেলেই চেপে ধরেন মুশফিক!


প্রকাশ

:


আপডেট

:

ছবি : মুশফিকুর রহিম

|| ডেস্ক রিপোর্ট || 

অান্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে ক্রিকেটের তিন সংস্করণেই বেশ দাপটের সাথে খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারে ব্যাট হাতে তার বলার মত ইনিংস রয়েছে অনেক।

তবে অবাক করা বিষয় হচ্ছে মুশফিক তার ক্যারিয়ারে তিনই ফরম্যাটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এসেছে এক শ্রীলঙ্কার বিপক্ষেই! ২০১৩ সালে লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে নিজের ৩১তম টেস্ট খেলতে নেমে ইতিহাস সৃষ্টি করেছিলেন মুশফিক।


তুলে নিয়েছিলেন বাংলাদেশের হয়ে অান্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি। বরাবর ২০০ করার পরের বলেই কুলাসেকেরার বলে লেগবিফোরে কাঁটা পড়েন তিনি। তবে এখনও পর্যন্ত এটাই তার টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস।


তাঁর এই অনবদ্য ইনিংসের উপর ভর করেই গল টেস্টে মূলত ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। চলতি বছর মার্স মাসে শ্রীলঙ্কার স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে তাদের ক্রিকেট বোর্ড অায়োজন করে নিদাহাস ট্রফি নামক ক্রিকেট টুর্নামেন্ট।

টি-টুয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার দেয়া ২১৫ রানের পাহাড় সমান জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

তখন টানা হারের বৃত্ত থাকা বাংলাদেশকে প্রেমাদাসায় দারুণ জয়ের ধারায় ফেরান মুশফিকুর রহিম। ম্যাচ জয়ের নায়ক মুশফিক ৩৫ বলে পাঁচ চার ও চার ছয়ে হাঁকিয়েছিলেন ৭২ রানের এক টর্নেডো ইনিংস, যা তার টি-টুয়েন্টি ক্যারিয়ারেরই সেরা ইনিংস।

তবে এই ইনিংসটা তার জন্য শুধু কয়েকটি সংখ্যার সমহারই ছিলনা। বরং কিছু জমে থাকা কষ্টের জবাব তিনি ব্যাট হাতে দিয়েছিলেন। ছিল নিজেকে টি-টুয়েন্টি ক্রিকেটে প্রমাণের একটা প্রাপ্তি। তাই ম্যাচ শেষে নাগিন নাচে নিজেকে সবার সামনে ভিন্নভাবে তুলে ধরলেন দেশের এই তারকা ব্যাটসম্যান।

এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে যাওয়া টাইগার ব্যাটসম্যানরা শুরুতেই লঙ্কান বোলারদের সামনে কোণঠাসা হয়ে পড়ে। ১ রানে ২ উইকেট হারিয়ে বসে তারা, চোট পেয়ে উঠে যাওয়া তামিমসহ কার্যত তখন ৩ উইকেট নেই বাংলাদেশের।

শঙ্কার কালো মেঘ তখনই জমে বসে। তবে আবারো ত্রাণ কর্তা হয়ে উঠেন মুশফিক। শুরুতে মিঠুনকে নিয়ে চাপ সামলে শেষের দিকে ইনজুরি অাক্রান্ত তামিমকে একপাশে রেখে লঙ্কান বোলারদের বেধড়ক ফিটিয়ে তুলে নেন তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস।

১৫০ বলে তার ব্যাট থেকে আসে ১৪৪ রান, যা শেষ পর্যন্ত জয়ের ভীত গড়ে দেয় বাংলাদেশের। এক নজরে তিন ফরম্যাটের ক্রিকেটে মুশফিকের সেরা তিন ইনিংস - টেস্ট (২০০) প্রতিপক্ষ শ্রীলঙ্কা ২০১২। টি- টুয়েন্টি (৭২) প্রতিপক্ষ শ্রীলঙ্কা ২০১৮। ওয়ানডে (১৪৪) প্রতিপক্ষ শ্রীলঙ্কা ২০১৮।

সর্বশেষ

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘এখন ভালো কথা হবে, এক ম্যাচ খারাপ করলে আবার সমালোচনা হবে’

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

নারী আইপিএলের ড্রাফটে বাংলাদেশের ২ ক্রিকেটার

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আইপিএলের নিলামে ১ হাজার ১৬৬ ক্রিকেটার

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘আফসোস আছে কিন্তু কথা বলতে চাই না’

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

৭ উইকেট হারিয়েও আশা ছাড়ছে না নিউজিল্যান্ড

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘কেউ থাকুক আর না থাকুক, ভালো খেলছি কিনা এটাই জরুরী’

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বড় দলকে হারানোর মজাই আলাদা: তাইজুল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘অসম্মানের কিছু নেই’, বিশ্বকাপের ওপর পা রাখা নিয়ে মার্শ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বাবরকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লায়ন

আর্কাইভ