Connect with us

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ

এবার জ্বলে উঠতে পারবেন মাহমুদুল্লাহ?


প্রকাশ

:


আপডেট

:

ছবি : সেন্ট কিটসের জার্সিতে মাহমুদুল্লাহ রিয়াদ

||ডেস্ক রিপোর্ট||

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) এবারের আসরে নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নামছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। বৃহস্পতিবারের ম্যাচে তাদের প্রতিপক্ষ সেন্ট লুসিয়া স্টারস।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪ টায়। টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ এবার সিপিএলের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলছেন। টুর্নামেন্টে ইতিমধ্যে ৫টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। অবদান রেখেছেন দলের জয়েও।

নিজের প্রথম ম্যাচে ১৬ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে খেলেন ২২ রানে ঝড়ো এক ইনিংস। তবে নিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচে অবশ্য সুযোগ হয়নি ব্যাট করার। এদিকে দলের চতুর্থ ও নিজের তৃতীয় ম্যাচে এসে অধিনায়ক ক্রিস গেইল বোলিংয়ে আস্থা রেখেছিলেন টাইগার এই অলরাউন্ডারের উপর।

বোলিংয়ে নিয়ে এসেছিলেন ইনিংসের দ্বিতীয় ওভারেই। বল হাতে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। নিজের করা চার ওভারে ২০ রান খরচাতে তুলে নিয়েছিলেন ২ উইকেটে। দলও ম্যাচ জিতেছিলো ৭ উইকেটের বিশাল ব্যবধানে।

সবশেষ ম্যাচে গায়ানার বিপক্ষে ৬ বলে মাত্র ৪ রান করে আউট হয়েছেন। বল হাতে মাত্র ১ উইকেট দখল করেছেন তিনি। সেই ম্যাচে তার দল সেন্ট কিটস হেরেছে ৪ উইকেটের ব্যবধানে। ৬ ম্যাচ খেলে মাহমুদুল্লাহদের জয় মাত্র ৩ ম্যাচে।

৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে তারা। সেন্ট লুসিয়ার বিপক্ষে আগের সাক্ষাতে ৭ উইকেটের বড় জয় পেয়েছিল সেন্ট কিটস। সেই ম্যাচে বল হাতে ২ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন মাহমুদুল্লাহ। এই ম্যাচেও ব্যাটে বলে জ্বলে উঠতে চাইবেন তিনি।

বিজ্ঞাপন

সর্বশেষ

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

পারলে ‘সুইচ হিট’ থামানোর চেষ্টা করো!

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

নাটারাজনকে দলে নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন শেবাগ

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

সবুজের গালিচায় 'ধোঁকা' খেলো ওয়েস্ট ইন্ডিজ

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

প্রতারণা করেনি ইংল্যান্ড!

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

শফিউলের ইনজুরিতে ভাগ্য খুললো খালেদের

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

মাশরাফির ভাগ্য নির্ধারণ হবে লটারির মাধ্যমে

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

‘উইকেট খুবই খারাপ’

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানের পর বিশ্বকাপে চোখ বাটলারের

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

আইপিএলে বাড়ছে দল, অপেক্ষা সিদ্ধান্তের

৩ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২০

ইনজুরিতে শফিউল

বিজ্ঞাপন
আর্কাইভ


বিজ্ঞাপন