Connect with us

ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজ

হাজারতম টেস্টের দিনে রুটের রেকর্ড


প্রকাশ

:


আপডেট

:

ছবি : ইংল্যান্ডের হাজারে রুটের রেকর্ডগড়া ছয় হাজার। ছবিঃ- এএফপি

এজবাস্টনে ইতিহাস গড়ার টেস্টে খেলতে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড। নিজেদের ১০০০ তম টেস্ট ম্যাচ খেলছে ক্রিকেট বিশ্বের সুপ্রাচীন এই দলটি। আর ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। 

তবে শুরুটা ভালো ছিল না ইংল্যান্ডের। দলীয় ২৬ রানের মাথায় ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিনের বলে বোল্ড হয়ে ফেরত যান কুক। ১৩ রানের বেশি করতে পারেননি তিনি।

এরপর অধিনায়ক জো রুটকে নিয়ে ৭২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে বিপর্যয় সামাল দেন দলের আরেক ওপেনার কিটন জেনিংস। ভারতীয় পেসার মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে ফেরার আগে ৪২ রান করেন তিনি।


তবে এদিনে দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন জো রুট। ইংলিশ ক্রিকেটার হিসেবে দ্রুত গতিতে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি (ব্যক্তিগত ৪৩* রানে থাকাকালে)। এই রান করতে তিনি সময় নিয়েছেন পাঁচ বছর ২৩১ দিন।


যা আগের রেকর্ডধারী অ্যালিস্টার কুকের চেয়ে ১০৮ দিন কম। দারুণ দেখেশুনে খেলছেন রুট। সতীর্থ ডেভিড মালান মাঝে ৮ রানে ফিরে গেলেও উইকেটে রাজত্ব করছেন রুট।

এই প্রতিবেদন লিখার সময়ে ৫৪ ওভারে তিন উইকেট হারিয়ে ১৬৩ রান করেছে ইংল্যান্ড। রুট আছেন ৬৫* রানে, সঙ্গী জনি বেয়ারস্টো আছেন ২৭* রানে।

ইংল্যান্ড একাদশ: অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, জো রুট (অধিনায়ক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার, আদিল রশিদ, স্যাম কুরান, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

ভারতীয় একাদশ: মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

সর্বশেষ

৩ ডিসেম্বর, রবিবার, ২০২৩

‘পাকিস্তান দুর্বল দলের বিপক্ষে খেলে এক নম্বর হয়েছে’

৩ ডিসেম্বর, রবিবার, ২০২৩

সমালোচনার মুখে সরিয়ে দেয়া হলো বাটকে

৩ ডিসেম্বর, রবিবার, ২০২৩

ওয়ার্নারের বিদায়ী সিরিজের টেস্ট দল ঘোষণা

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

পিচকে দুষছেন দ্রাবিড়-রোহিত

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

ব্রিসবেনকে ৩ রানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা অ্যাডিলেডের

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

তরুণদের নিয়ে বিশ্বকাপের ব্যর্থতা ঘুচাতে চান বাটলার

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

বাংলাদেশের উন্নতির লক্ষণ দেখছেন সাউদি

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘স্পিনার কম খেলালে কেউ প্রশ্ন করে না তাইজুল কেন নেই’

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বাসের ভেলায় চড়ে শান্তদের নিউজিল্যান্ড বধ

২ ডিসেম্বর, শনিবার, ২০২৩

তিন সংস্করণে রোহিতকেই নেতৃত্বে চান গাঙ্গুলি

আর্কাইভ