Connect with us

ইংল্যান্ড-ভারত সিরিজ

পেপার পত্রিকা পড়া ছেড়ে দিয়েছেন ভিরাট কোহলি


প্রকাশ

:


আপডেট

:

ছবি :

ক্রিকেট বিশ্বে ভারত অনেক বড় একটি নাম। আর বলতে গেলে ক্রিকেট নিয়ে পাগলামি ভারতে একটু বেশিই হয়ে থাকে। আজ থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার টেস্ট সিরিজ নিয়েও তাই চলছে মাতামাতি। 

আবার কেউ কেউ খেলা শুরুর পূর্বেই দিচ্ছেন নিজস্ব ভবিষৎবাণী। এর মধ্যে জড়িয়েছেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তীরাও। মাতামতি হবেই বা না কেন? চার বছর আগেই তো ইংল্যান্ডের মাটিতে সিরিজ হেরেছিল বর্তমান টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল। পাশাপাশি সেবার বর্তমান ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি ছিলেন সম্পূর্ণ অনুজ্জ্বল।

পাঁচ ম্যাচে করেছিলেন মাত্র ১৩৪ রান। নিজের প্রথম ইংল্যান্ড সফরে তাঁর গড় রান ছিল মাত্র ১৩.৪। তবে এবার অনেকটাই পরিপূর্ণ হয়ে এসেছেন বিশ্বনন্দিত এই ব্যাটসম্যান। বর্তমানে তিনি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে দুই নম্বরে রয়েছেন তিনি।


আর এর জন্য নিজেকে অনেক পরিবর্তন করেছেন বলে জানিয়েছেন কোহলি। পূর্বে মানুষের মন্তব্য নিয়ে বেশি বিরক্ত থাকতেন তিনি। কিন্তু বর্তমানে এসবের ধারে কাছেও যাওয়া হয়না তাঁর। কারণ এই বিষয়গুলোই ক্রিকেটের প্রতি মনোযোগ নষ্ট করে বলে ধারনা ভারতীয় অধিনায়কের।


'আগে যখন আমি তেমন কিছু জানতাম না সে সময় এই জিনিসগুলো আমার কাছে অনেক বিরক্তিকর ছিল। কারণ আগে আমি পেপার পত্রিকা অনেক পড়তাম । কিন্তু সত্যি কথা বলতে এখন পড়ি না বললেই চলে। তাই বাইরে কি ঘটছে সে সম্পর্কে আমার কোন ধারণাই নেই। 

যদি এই বিষয়গুলো নিয়ে ভেবে আমার সময় নষ্ট করি তাহলে বুঝতে হবে আমি ইতিমধ্যে আমার মনঃসংযোগ থেকে সরে যাচ্ছি। কারণ মাঠে ব্যাট করছি আমি। সুতরাং সেখানে ভালো করার দায়িত্বটাও আমার।'

চার বছর আগের ব্যর্থ কোহলি এখন অনেক বেশিই পরিপূর্ণ। পাশাপাশি নিজের উপর আত্মবিশ্বাসীটাও বেড়েছে বহুগুণ। তাই এই সিরিজে ভালো কিছু করতে নিজের সহজাত খেলাটাই খেলতে চান ডানহাতি এই ব্যাটসম্যান।

'এটা খুবই সহজ। আপনি আপনার সহজাত প্রবৃত্তিকে অনুসরণ করুন। আপনার সামর্থ্যের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন। এই জিনিসগুলোই আপনাকে স্বচ্ছভাবে খেলতে সহায়তা করবে।'

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

বিশ্বকাপে ইতিহাস বদলাতে পারবে বাংলাদেশ?

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

হংকংকে উড়িয়ে সেমিফাইনালে পাকিস্তান

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

এশিয়ান গেমসে নেমেই জায়সাওয়ালের সেঞ্চুরি, লড়ে হারল নেপাল

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

এমসিসি'র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন সভাপতি সাঙ্গাকারা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

আর্কাইভ

বিজ্ঞাপন