ব্যাটিং ব্যর্থতায় ঢাকার হার, জয়ে শুরু রংপুরের
১৯২ রান তাড়ায় যেমন শুরু প্রয়োজন পাওয়ার প্লেতে সেটাই করলেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। প্রথম কয়েক ওভার রয়েসয়ে খেললেও একটু পর দুজনই জড়তা কাটিয়ে বাউন্ডারি বের করেছেন প্রত্যাশা মিটিয়ে। বিনা উইকেটে ৬৫ রান তোলা ঢাকা ক্যাপিটালস ছিল সঠিক পথেই। তবে হঠাৎই শেখ মেহেদীর স্পিনে ধস নামলো থিসারা পেরেরার দলের।
30 Dec 24,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক