বিপিএলে ‘দ্বিতীয় জীবন’ খুঁজছেন বসিস্তো
বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন সৌম্য সরকার! তাঁর ঠিক পাশেই গল্প করছেন এনামুল হক বিজয় ও উইলিয়াম বসিস্তো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সুবাদে আইসিসির ক্যামেরায় বন্দী করা এমন ছবি হয়ত ইতোমধ্যে আপনি বেশ ক’বার দেখে ফেলেছেন। ছবির পেছনের গল্পটা একটু বলে নেয়া যাক। ২০১২ যুব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের ঘটনা! বাংলাদেশের ১৭১ রানের জবাবে তখন ব্যাটিং করছিলেন বসিস্তো ও পিয়ারসন।
9 Jan 25,
মমিনুল ইসলাম