চায়নাম্যানের ‘হাহাকারে’ বাবার হাতে পুত্রের অভিষেক
কদিন আগে চৈত্রকে অতীত করে বৈশাখে পা দিয়েছে বাংলা বছর। নববর্ষ আসতেই যেন রোদের প্রখরতা বেড়েছে। শীতের সময়টায় বেলা ৯ টা নাগাদ যখন কুয়াশাচ্ছন্ন থাকে, বৈশাখে তখন আলোর ঝলকানি। নারায়ণগঞ্জে তখন ঝলমলে আকাশ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং গাজী টায়ার্সের ম্যাচ তখনও শুরু হয়নি। বাউন্ডারি সীমানার একটু বাইরে, ড্রেসিং রুমের সামনে গাজী টায়ার্সের জার্সিতে গায়ে দাঁড়িয়ে আছেন লিকলিকে গড়নের এক তরুণ!
18 Apr 24,
মমিনুল ইসলাম