১৮৩ রান করেও ৯৪ রানে জিতলেন বিজয়রা
কদিন আগে নাইম শেখের সেঞ্চুরি, সাব্বির হোসেন ও সাজ্জাদুল রিপনের হাফ সেঞ্চুরিতে ডিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৪২২ রান করেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। অথচ সপ্তাহখানেকের ব্যবধানে নাইম, জাকির হাসান, শামীম হোসেন পাটোয়ারিরা অল আউট হলেন মাত্র ৮৯ রানে। বিকেএসপিতে গাজী ক্রিকেটার্সের দাপুটে বোলিংয়ে একশর আগেই গুটিয়ে যায় তারা। ১৮৩ রানের পুঁজি পেয়েও প্রাইম ব্যাংকের বিপক্ষে ৯৪ রানের জয় পেয়েছেন বিজয়রা।
15 Mar 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক