বাংলাদেশকে আবারও হারিয়ে সাউথ আফ্রিকার সিরিজ জয়
ছবি: অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা এলিজ-মারি মার্ক্স

বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে অন সাইডে ঠেলে দিয়ে এলিজ-মারি মার্ক্সকে স্ট্রাইক দেন কোমোতো রাপো। তখন সফরকারীদের প্রয়োজন ৫ বলে ৬ রান। পরের বলে ফারিহার ফুলার লেংথ ডেলিভারিতে উইকেট থেকে বেরিয়ে এসে লং অফের উপর দিয়ে ছক্কা মারলেন এলিজ-মারি। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা ডানহাতি ব্যাটার এবার ৩১ রানের ইনিংস খেলে সাউথ আফ্রিকাকে রোমাঞ্চকর এক জয় এনে দিলেন। ২ উইকেটের জয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজও জিতে নিয়েছে সফরকারীরা।
সাউথ আফ্রিকার কাছে বাংলাদেশের মেয়েদের হার
৬ মে ২৫
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যানেন্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৫১ রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে সাউথ আফ্রিকা। শুরুতেই দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন সানজিদা। পরবর্তীতে অবশ্য আর কোনো উইকেট পাননি বাঁহাতি স্পিনার। তবে অবিশ্বাস্য বোলিংয়ে ১০ ওভারে ২ উইকেট নেয়া সানজিদা খরচ করেছেন মাত্র ৯ রান। তিন ওভারে মেডেনও নিয়েছেন তিনি।

দ্রুতই দুই উকেট হারানোর প্রতিরোধ গড়ে তোলেন ফে টানিক্লিফ ও ঘান্ডি জাফতা। তাদের দুজনের ৩৮ রানের জুটি ভাঙেন স্বর্ণা আক্তার। আগের ম্যাচের জয়ের নায়ক টানিক্লিফ ফিরেছেন ২২ রানে। ডেলমারি টাকারকে বেশিক্ষণ টিকতে দেননি সাবিকুন নাহার। সাউথ আফ্রিকার রান একশ হওয়ার আগে ভেরুন্নিসা রেড্ডিকেও ফিরিয়েছেন তিনি। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করা জাফতাও আউট হয়েছেন একটু পরই।
৮৭ বলে ৫২ রানের ইনিংস খেলা জাফতার উইকেট নিয়েছেন স্বর্ণা। লুয়ান্দা ইলিলে জুজা আউট হয়েছেন রানের রান একশ হওয়ার আগেই। কয়েক রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে সাউথ আফ্রিকা। তবে ৩৬ রানের জুটি গড়ে সেটা সামাল দিয়েছেন এলিজ-মারি ও লি জোন্স। পরবর্তীতে রোপোকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেছেন এলিজ-মারি। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন সাবিকুন, সানজিদা ও স্বর্ণা।
সকালের শুরুতে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই আউট হয়েছেন ইশমা। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দ খুঁজে পাচ্ছেন না জাতীয় দলে খেলা এই ওপেনার। প্রথম ম্যাচের মতো এবারও ব্যর্থ হয়েছেন সাথী রানী বর্মন। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া সুমাইয়া আক্তার আউট হয়েছেন এক রানে। সফরকারীদের দারুণ বোলিংয়ে মাত্র ৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটা স্থায়ী হতে দেননি জুজা। ২১ রান করা রুবাইয়া হায়দার ঝিলিককে ফিরিয়ে জুটি ভাঙেন তিনি। স্বর্ণা, দিলিরা আক্তার দোলাও আউট হয়েছেন দ্রুতই। একপ্রান্ত আগলে রেখে অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন শারমিন। হাফ সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের অধিনায়ক ফিরেছেন ৫৯ রানে। শেষের দিকে ফারজানা ইয়াসমিন ৮৪ বলে ৪৪ রান করেছেন। ফারজানা ও শারমিনের ব্যাটেই ১৫১ রানের পুঁজি পায় স্বাগতিকরা।