promotional_ad

সাউথ আফ্রিকার কাছে বাংলাদেশের মেয়েদের হার

ফে টানিক্লিফ
ইশমা তানজিম ও শারমিন সুলতানা ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি কেউই। চারে নেমে বাংলাদেশ ইমার্জিং দলকে টেনেছেন হাফ সেঞ্চুরিয়ান সুমাইয়া আক্তার। তবে শেষের দিকের ব্যাটারদের ব্যর্থতায় স্বাগতিকদের থামতে হয়েছে ১৭৯ রানে। ব্যাটিংয়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারা বাংলাদেশ বোলিংয়ের শুরুটা করেছিলেন দারুণভাবে। সাউথ আফ্রিকা ইমার্জিং দলকে রীতিমতো চেপেও ধরেছিলেন। তবে সব চাপ সামলে সফরকারীদের ৫ উইকেটের জয় এনে দিয়েছেন ফে টানিক্লিফ ও এলিজ-মারি ম্যাক্স।

promotional_ad

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৭৯ রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে সাউথ আফ্রিকা। সফরকারীদের চেপে ধরেন পেসার ফারিহা তৃষ্ণা। ইনিংসের তৃতীয় ওভারে পিসফুল থাবেটেকে ফিরিয়েছেন তিনি। একটু পর তিনে নামা পাপামা লুমেলা জাফতাকেও আউট করেছেন ফারিহা। দ্রুত দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ার শঙ্কা জাগে তাদের।


আরো পড়ুন

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ

৩ মে ২৫
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গেল বাংলাদেশ, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের বিপক্ষে রান তুলতে গিয়ে হাঁসফাস করতে থাকেন সফরকারী ব্যাটাররা। রান তাড়ায় পাওয়ার প্লের ১০ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ১৯ রান তোলে সাউথ আফ্রিকা। ইনিংসের ১৩তম ওভারে আলেকজান্দ্রা ক্যান্ডলারকে বোল্ড করেছেন স্পিনার সানজিদা আক্তার মেঘলা। তিন উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন টানিক্লিফ ও ডেলমারি টাকার। তারা দুজনে মিলে ৫৫ রান যোগ করেন।


promotional_ad

টাকারকে ফিরিয়ে জুটি ভাঙেন স্বর্ণা আক্তার। ডানহাতি স্পিনারের বলে উইকেটকিপার দিলারা আক্তার দোলাকে ক্যাচ দিয়েছেন ২৪ রান করা টাকার। একটু পর হাফ ৭৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন টানিক্লিফ। পাশপাশি এলিজ-মারিকে সঙ্গে নিয়ে সাউথ আফ্রিকাকে টানতে থাকেন। দারুণ ব্যাটিংয়ে ৭১ বলে পঞ্চাশ ছুঁয়েছেন এলিজ-মারিও। তাদের দুজনের অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে জয় পায় সফরকারীরা।


আরো পড়ুন

বাংলাদেশ সিরিজের আগে ১০ দিনের জন্য ফিল্ডিং কোচ নিয়োগ শ্রীলঙ্কার

২ ঘন্টা আগে
রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ভারতের তৎকালীন ফিল্ডিং কোচ আর শ্রীধর, ফাইল ছবি

টানিক্লিফ ৮৯ ও এলিজ-মারি অপরাজিত ছিলেন ৫০ রানে। দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাথী রানী বর্মনকে হারায় বাংলাদেশ। সেখান থেকে টেনে তোলার চেষ্টা করেন ইশমা ও শারমিন। তাদের দুজনের জুটি জমে উঠলেও সেটা পঞ্চাশ পার করতে দেননি লি জোন্স। ৪৫ বলে ২৯ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন ইশমা। দলের রান একশ হওয়ার আগে আউট হয়েছেন শারমিনও।


বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। চারে নেমে স্বাগতিকদের হাল ধরেন সুমাইয়া। দারুণ ব্যাটিংয়ে ৭৩ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন তিনি। সুমাইয়া ব্যতীত বাকিদের কেউই সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত ১৩ বল বাকি থাকতেই ১৭৯ রানে অল আউট হয় বাংলাদেশের মেয়েরা। সফরকারী সাউথ আফ্রিকার হয়ে টাকার তিনটি, এলি এনজুজা ও জাফতা ‍দুটি উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball