১০৬ রানে হারল বাংলাদেশ, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

নারী ক্রিকেট
১০৬ রানে হারল বাংলাদেশ, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের
মারকুটে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২০১ রানের সংগ্রহ এনে দিয়েছেন কিয়ানা জোসেফ (বামে), দেওয়ান্দ্রা ডটিন (ডানে)
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
প্রথম ম্যাচে যেখানে শেষ করেছিলেন দেওয়ান্দ্রা ডটিন দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেন সেখান থেকেই শুরু করলেন। আগের ম্যাচে ২১ বলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়া অভিজ্ঞ অলরাউন্ডার এবার খেললেন ২০ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস। ডটিনের পাশাপাশি ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন কিয়ানা জোসেফ।

তাদের দুজনের ব্যাটেই দুইশ ছাড়িয়ে ২০১ রানের পুঁজি পায় স্বাগতিকরা। পাহাড়সম লক্ষ্য তাড়ায় ৯ উইকেট হারানো বাংলাদেশের মেয়েরা থেমেছে মাত্র ৯৫ রানে। সফরকারীদের ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১লা ফেব্রুয়ারি সেন্ট কিটসেই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে দুদল।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাং বাংলাদেশের মেয়েরা। যদিও প্রথম ওভারের শুরুটা হয়েছিল দারুণভাবে। জাইদা জেমসের তিন ওয়াইডের পর দিলারা আক্তার দোলার দুই চার ও অতিরিক্ত খাত থেকে আসা এক চারে প্রথম ওভার থেকে এসেছে ১৫ রান। 

যদিও দ্বিতীয় ওভারে চেরি ফ্রেজারের বলে রান বের করতে পারছিলেন না আরেক ওপেনার সোবহানা মোস্তারি। রান তোলার চাপে ফ্রেজারের চতুর্থ বলে জেনেলিয়া গ্লোসগোকে ক্যাচ দিয়েছেন রানের খাতা খুলতে না পারাে এই ব্যাটার। তিনে নেমে পরের ওভারেই আউট হয়েছেন তাজনেহার। ৫ রান করা ব্যাটার ফিরেছেন জেমসের বলে স্টাম্পিং হয়ে। 

ওপেনার দিলারা পরের ওভারে ফ্রেজারকে উইকেট দিয়েছেন। দিলারার ব্যাট থেকে এসেছে ৮ রান। শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতি মিলে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা খুব বেশি বড় হয়নি। ১০ রান করা বাংলাদেশের অধিনায়ককে ফিরিয়েছেন আফি ফ্লেচার। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করা শারমিন আউট হয়েছেন আশমিনি মুনিসার বলে লেগ বিফোর উইকেট হয়ে। 

পরবর্তী সময়ে স্বর্ণা আক্তার ১৬ এবং লতা মণ্ডল ১৩ রান করেছেন। সব মিলিয়ে ২০ ওভার ব্যাটিং করেও ৯ উইকেট হারানো বাংলাদেশ ৯৫ রানের বেশি তুলতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হেইলি ম্যাথিউস, ফ্রেজার এবং ফ্লেচার। একটি করে উইকেট পেয়েছেন জেমস ও মুনিসার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে জোসেফ ও ম্যাথিউস উদ্বোধনী জুটিতে ৫৩ রান যোগ করেন। প্রথম টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি পাওয়া ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক এবার ফিরেছেন ২৭ রানে। শেমেইন ক্যাম্পবেল, জেনিলিয়ারা সুবিধা করতে না পারলেও স্বাগতিকদের রান দুইশ পার করেছেন ৪৯ রান করা ডটিন ও ৬৩ রানের ইনিংস খেলা জোসেফ।

শেষ বেলায় শাবিকা গাজনাবির ১২ বলে অপরাজিত ২৪ রানের ক্যামিও অবদান রেখেছে দারুণভাবে। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন তিনটি এবং রাবেয়া খান নিয়েছেন দুটি উইকেট। এ ছাড়া তরুণ স্পিনার স্বর্ণাও পেয়েছেন একটি উইকেট। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের ছয়টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা।

আরো পড়ুন: নারী ক্রিকেট