বেন ডাকেটকে দাঁড়াতেই দেননি পেসার আকাশ দীপ

গিলের ডাবল সেঞ্চুরির রেকর্ডের পর ভারতীয় পেসারদের ছোবল

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চলমান সিরিজের আগে ইংল্যান্ডের মাটিতে তিন টেস্টে শুভমান গিলের ব্যাটিং গড় ছিল মাত্র ১৪.৬৬। তবে হেডিংলিতে অধিনায়ক হিসেবে ব্যাটিংয়ে নেমেই নিজের পুরনো ব্যর্থতার ‘ভূত’কে পেছনে ফেলে সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার। এজবাস্টনে রেকর্ড চুরমার করে ভারতের অধিনায়ক থামলেন ২৬৯ রানের ইনিংস খেলে। গিলের ডাবল সেঞ্চুরি পাওয়ার দিনে ভারত থেমেছে ৫৮৭ রানে। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়েছে ইংল্যান্ড। আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজের ছোবলে ২৫ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ভারতীয় পেসারদের ছোবলের পর দিনের বাকিটা সময় সানন্দে পার করেছেন হ্যারি ব্রুক ও জো রুট। ভারতের চেয়ে ৫১০ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামবেন তারা দুজন।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক