রমিজ রাজা

‘ঘরোয়া ক্রিকেটের মানই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পারফরম্যান্সের প্রতিচ্ছবি’

সাদা পাঞ্জাবির মাঝে কালো রঙের নকশা, বুকের ঠিক বা পাশে লেখা ‘একুশে’। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিসিবির দেয়ার এমন পাঞ্জাবি পড়েই পুরোটা দিন কাটিয়েছেন রমিজ রাজা। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাভাষ্য দিতে আসায় প্রায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতেই ছিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান। কয়েকদিনের প্রচেষ্টায় এক গোধূলি লগ্নে পাওয়া গেল রমিজকে। ১৯৯২ সালে পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতা রমিজের চুল কালো থাকলেও সাদা হয়ে গেছে মুখের দাঁড়ি।
মমিনুল ইসলাম