ক্রিকফ্রেঞ্জি

১০ বছরে লিটন সামর্থ্যের ৫০ শতাংশও দিতে পারেনি, দাবি পাইলটের

লিটন দাসের ব্যাটিং খুব সুন্দর, লিটন যখন ব্যাটিং করেন তখন শুধু দেখতেই ইচ্ছে করে! ছন্দে থাকা লিটনকে নিয়ে প্রায়শই এমন মুগ্ধতার কথা বলেন ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক কিংবা সমর্থকরা। ডানহাতি ব্যাটারের ব্যাটিং যত সুন্দর অধারাবাহিক লিটনের ব্যাটিং যেন ঠিক ততোই ‘অসুন্দর’। আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পেরিয়ে গেলেও নিজেকে সেরাদের কাতারে নিয়ে যেতে পারেননি তিনি। খালেদ মাসুদ পাইলট মনে করেন, ‘মাথার সমস্যার’ কারণেই এমন অধারাবাহিক লিটন। বাংলাদেশের সাবেক অধিনায়ক বিশ্বাস করেন, ১০ বছরে লিটন তাঁর সামর্থ্যের ৫০ শতাংশও জাতীয় দলকে দিতে পারেননি।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক