মোতির কাছ থেকে বাবরকে ব্যাটিং শিখতে বললেন বাসিত আলী

সংবাদ
বাবরকে মোতির কাছ থেকে ব্যাটিং শিখতে বললেন বাসিত আলী
বাবর আজম, গুড়াকেশ মোতি, পিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাবরের আজমের ব্যাটিং একদমই পছন্দ হয়নি বাসিত আলির। পাকিস্তানের সময়ের সেরা ব্যাটসম্যানের পারফরম্যান্সের সমালোচনা করেছেন তিনি। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্যারিবিয়ান স্পিনার গুডাকেশ মোটি থেকে উত্তরসূরিকে ব্যাটিং শিখতে বলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান।

মুলতানে স্পিন সহায়ক উইকেট বানিয়ে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। একই মাঠে দ্বিতীয় টেস্টেও একই পথে হেঁটেছিল তারা। কিন্তু এবার নিজেদের ফাঁদেই আটকে যায় স্বাগতিকরা। স্পিনার দিয়েই তাদের কাবু করে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি ব্যাট হাতে ভালো যায়নি বাবর আজমের। সিরিজের প্রথম টেস্টে ৮ ও ৫ রান করে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১ রানের পর দ্বিতীয় ইনিংসে ফেরেন ৩১ রানে। বাবরের এই রান খরা ভুগিয়েছে পাকিস্তান দলকেও।

সিরিজের প্রথম টেস্ট জিতলেও দ্বিতীয় টেস্টে হারের ফলে ১-১ সমতায় সিরিজ শেষ করতে হয়েছে। সিরিজ শেষেই বাবরের ওপর চড়াও হয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী। তিনি রীতিমতো বাবরকে অপমান করেছেন।

বাসির উপদেশ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুড়াকেশ মোতির কাছ থেকে বাবরকে ব্যাটিং শিখতে। এই মন্তব্য হাস্যকরই বলা চলে। কারণ মোতি তার ১১ টেস্টের ক্যারিয়ারে কখনো ৯ নম্বরের ওপরে ব্যাট করেননি। এই ১১ টেস্টে ১৭ ইনিংসে ব্যাট করে তার ২৬৫ রান করেছেন। যা বাবরের টেস্টের সর্বোচ্চ ইনিংসে মাত্র ৬৯ রান বেশি।

বাবরের সমালোচনা করে বাসিত বলেছেন, 'মোতির কাছ থেকে ব্যাটিং শেখা প্রয়োজন বাবর আজমের। সে (মোতি) জানে কখন আক্রমণ করতে হবে এবং কখন রয়েসয়ে খেলতে হবে। এমনকি বড় খেলোয়াড়দেরও সর্বদা শেখার প্রক্রিয়ার মধ্যে থাকা উচিত। এই টেস্টে সেরা ব্যাটসম্যান ছিলেন মোতি।'

সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৫৪ রানে ৮ উইকেট হারানোর ওয়েস্ট ইন্ডিজকে পথ দেখান মোতি। ৯ নম্বরে নেমে প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি তুলে নেন। আউট হন ৫৫ রানে। নবম ও দশম উইকেট জুটিতে কেমার রোচ ও জোমেল ওয়ারিক্যানকে নিয়ে ক্যারিবীয়দের ১৬৩ রানে পৌঁছে দেন তিনি। এরপর পাকিস্তানকে ১৫৪ রানে অল আউট করে ৯ রানের লিড নিশ্চিত করে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের এই দলটিকে 'বি' অথবা 'সি' গ্রেডের বলেও মনে করছেন বাসিত। তিনি বলেন, 'অপরিচিত খেলোয়াড়দের একটি দল, একটি ‘বি’ কিংবা ‘সি'’ দলও পাকিস্তানকে ১২০ রানে হারায়। জয়-পরাজয় খেলারই অংশ, কিন্তু এটা ছিল বিব্রতকর। আমি বিশদ বিশ্লেষণে যাব না, কারণ লোকেরা মনে করে আমরা ভিউয়ের জন্য এটা করি, তবে ফ্যাক্টগুলোই কথা বলছে।'

আরো পড়ুন: বাবর আজম