ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে ক্লার্ক

ছবি: হল অব ফেমের পুরষ্কার হাতে মাইকেল ক্লার্ক, ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে ৬৪তম সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে ক্লার্ককে। বৃহস্পতিবার তিনি এই সম্মান গ্রহণ করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে এমন সম্মান পেয়ে অভিভূত ক্লার্ক। শৈশবের তারকাদের সঙ্গে বসতে পেরে দারুণ আনন্দিত তিনি।
'ভারত চ্যাম্পিয়ন, রোহিত সেরা ব্যাটার', ক্লার্কের ভবিষ্যদ্বাণী
১৮ ফেব্রুয়ারি ২৫
নিজের অনুভূতি প্রকাশ করে ক্লার্ক বলেছেন, 'এত সুন্দর খেলোয়াড়দের, আদর্শের, শৈশবে বড় হয়ে ওঠার সময় দেখে বড় হওয়া রোল মডেলদের সঙ্গে বসতে পারা আমার জন্য একটি সম্মানের বিষয়। যখন আপনি সর্বোচ্চ স্তরে খেলেন, লোকেরা আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কে কথা বলে। তবে আমার ক্ষেত্রে এটি ছয় বছর বয়সে শুরু হয়েছিল। আমি ৩৪ বছর বয়সে অবসর গ্রহণ করেছিলাম, এটিই (ক্রিকেট) ছিল আমার জীবন। এটি (ক্রিকেট) এখনও আমার জীবনের একটি অংশ।'

ক্লার্কের চোখে ক্রিকেট যেন জীবনের প্রতিচ্ছবি। জীবনে যেমন অনেক উত্থান পতন থাকে। ক্রিকেটেও এমনটাই হয়। দারুণ একটি সেঞ্চুরির পর স্লিপে ক্যাচ মিস করাও খুব স্বাভাবিক। তাই ক্রিকেটের উদাহরণ দিতে গিয়ে জীবনের উদাহরণ টেনেছেন ক্লার্ক।
আইপিএল শেষ ম্যাক্সওয়েলের
১ মে ২৫
তিনি বলেন, 'ক্রিকেট সম্ভবত সাধারণ জীবনের মতোই। আপনি ক্রিজে যান এবং ১০০ রান করেন এবং তারপরে ব্যাট তুলে ধরেন। তারপর ফিল্ডিং করতে যান, স্লিপে ফিল্ডিং করেন এবং খেলার দ্বিতীয় বলেই ক্যাচ ড্রপ করেন।'
মাত্র ১৭ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় ক্লার্কের। দীর্ঘ ক্যারিয়ারে ২০১৫ সালে অধিনায়ক হিসেবে জিতেছে ওয়ানডে বিশ্বকাপ। ক্যারিয়ার জুড়ে ১১৫টি টেস্ট খেলেছেন ক্লার্ক। এর মধ্যে ৪৭টি ম্যাচেই অজিদের নেতৃত্ব দিয়েছেন তিনি।