অস্ট্রেলিয়া দলে ১৯ বছর বয়সী কনস্টাস, ফিরলেন রিচার্ডসন

স্যাম কনস্টাস, শেফিল্ড শিল্ড
বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে নেওয়া হয়েছে ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনস্টাসকে। সিরিজ শুরুর আগেই এই ক্রিকেটার বেশ আলোচনায় ছিলেন। তবে অজি নির্বাচকরা ভরসা রেখেছিলেন ন্যাথান ম্যাকসুয়েনির ওপর।

promotional_ad

যদিও তিনি ভরসার প্রতিদান দিতে পারেননি। তিন টেস্টেই হয়েছেন ব্যর্থ। ফলে সিরিজের শেষ দুই টেস্ট থেকে বাদ দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার শেষ দুই টেস্টের দলে আছে আরেকটি বড় চমক। দীর্ঘ ৩ বছরের বিরতির পর টেস্ট দলে ফিরেছেন ঝাই রিচার্ডসন।


আরো পড়ুন

ভারতের টি-টোয়েন্টি লিগে নিষিদ্ধ কোহলির সতীর্থ দয়াল

৪ ঘন্টা আগে
ইয়াশ দয়াল ও বিরাট কোহলি

ম্যাকসুয়েনি প্রথম শ্রেণির ক্রিকেটে কখনও ওপেনিং করেননি। এমনটা জেনেই অস্ট্রেলিয়া তাকে দলে নিয়েছিল। টেস্টে ওপেনিং করতে নেমে রীতিমতো দুর্বিসহ অভিজ্ঞতা হয়েছে ম্যাকসুয়েনির। ৬ ইনিংসে মোটে করেছেন ৭২ রান করেছেন তিনি। তাও আবার ১৪.৪০ গড় ও ৩৩.৯৬ স্ট্রাইক রেটে।


আউট হওয়া পাঁচ ইনিংসের মধ্যে চারবারই তিনি উইকেট দিয়ে এসেছেন জসপ্রিত বুমরাহকে। অস্ট্রেলিয়ার বিকল্প ওপেনার হিসেবে দলে টিকে গেছেন জশ ইংলিস। শেষ দুই ম্যাচে তাকে ওপেনিংয়ে দেখলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না।


promotional_ad

তবে কনস্টাসের অভিষেকেরও জোর সম্ভাবনা রয়েছে। চলতি বছরই তিনি খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। শেফিল্ড শিল্ডে দুই ইনিংসেই সেঞ্চুরি করে সর্বকনিষ্ট ক্রিকেটার হিসেবে রিকি পন্টিংয়ের পর নাম লিখিয়েছেন। এমনকি ভারতের বিপক্ষে প্রাইম মিনিস্টার একাদশের হয়েও সেঞ্চুরি করেছেন তরুণ এই ব্যাটার। এবার খুলে গেল তার জাতীয় দলের দুয়ারও।


আরো পড়ুন

‘ইংল্যান্ডকে কঠিন সময় দিয়ে অস্ট্রেলিয়ায় বাজেভাবে হারবে বাংলাদেশ’

২ ঘন্টা আগে
ফাইল ছবি

শেষ দুই টেস্টের অস্ট্রেলিয়া দল-


প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও বাউ ওয়েবস্টার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball