promotional_ad

এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না জ্যোতি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত কয়েকদিন ধরেই মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম বাংলাদেশের নারী ক্রিকেটারদের পদচারণায় মুখর। এর প্রধান কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। বুধবার মাঠে গড়াচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। 


এই সিরিজ ঘিরেই বেশ কয়েকদিন ধরেই নিজেদের ঝালাই করে নিচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সামনেই নারী বিশ্বকাপ রয়েছে। বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও রয়েছে বাংলাদেশের মেয়েদের সামনে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।


এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। এই ছয় ম্যাচ জিতলেই কেবল ১৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থেকে সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ। অবশ্য আয়ারল্যান্ড সিরিজের আগে এসব নিয়ে ভাবছেন না জ্যোতি। তিনি জানিয়েছেন আপাতত সিরিজেই নজর তাদের।


promotional_ad

মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে! এখন আমাদের ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দেওয়া উচিত। আমাদের হাতে এটাসহ দুইটা দ্বিপাক্ষিক সিরিজ আছে। পয়েন্ট নেওয়া গুরুত্বপূর্ণ। সিরিজ ধরে যদি চিন্তা করি, সেটা ভালো হবে। তাই এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি।’


এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজকেও গুরুত্বের সঙ্গেই দেখছেন জ্যোতি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারলে ক্যারিবীয়দের বিপক্ষে মানসিকভাবে এগিয়ে থেকে বাংলাদেশ মাঠে নামবে বলে বিশ্বাস বাংলাদেশ নারী দলের অধিনায়কের।


তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা যদি এখান থেকে ভালো একটা সিরিজ শেষ করতে পারি, দল হিসেবে অবশ্যই পরের সিরিজে আমাদের মানসিকভাবে এগিয়ে রাখবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুরু করাটা। যদি ভালো একটা শুরু পাই, সেটা ধরে রাখতে পারলে এই দলটি ভালো করতে পারবে। ’


উইমেন্স চ্যাম্পিয়নশিপের প্রথম ১২ ম্যাচের কোনোটিতেই জেতেনি আয়ারল্যান্ডের মেয়েরা। শেষ ছয় ম্যাচে তারা জিতেছে কেবল তিনটিতে। এ ছাড়া বাংলাদেশ এবার খেলছে নিজেদের কন্ডিশনে। তাই নিজেদেরকেই এগিয়ে রাখছেন জ্যোতি।


তিনি বলেন, ‘আয়ারল্যান্ড যেসব ম্যাচ জিতেছে, সবগুলো ঘরের মাঠের কন্ডিশনে জিতেছে। এই কন্ডিশনে ওদের তেমন ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। জেতার হার অনেক বেশি কম। ওদের সঙ্গে যতবার খেলেছি, আমাদের জয়ের হার অনেক বেশি। যেহেতু ঘরের মাঠে খেলা, যে কেউ নিজের ঘরের মাঠের কন্ডিশনে বেশিই শক্তিশালী হয়। সাম্প্রতিক সময়ের সিরিজগুলো যদি দেখেন, অস্ট্রেলিয়া ছাড়া আমরা ভালোই খেলেছি। তাদের রেকর্ডটা কিন্তু তাদের মাঠেই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball