promotional_ad

মুস্তাফিজদের ‘কাটারের ভয়ে’ আগে ব্যাটিং নেয় সাউথ আফ্রিকা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে চার রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশকে ১১৪ রানের লক্ষ্য দিয়েও জিতেছে সাউথ আফ্রিকা। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়ে প্রোটিয়ারা। মূলত বাংলাদেশের বোলারদের সমীহ করেই এই সিদ্ধান্ত নেয় তারা।


ম্যাচটিতে ৪৪ বলে ৪৬ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন হেনরিখ ক্লাসেন। তার সঙ্গে ডেভিড মিলার খেলেন ৩৮ বলে ২৯ রানের ইনিংস। ফলে স্কোরবোর্ডে ১১৩ রান তোলে সাউথ আফ্রিকা।


promotional_ad

এই রান তাড়া করতে নেমে ৩৪ বলে ৩৭ রান করেন তাওহীদ হৃদয়। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে আসে ২৭ বলে ২০ রানের ইনিংস। তবুও সাত উইকেটে ১০৯ রান নিয়ে থেমে যায় বাংলাদেশ। ম্যাচটি মাত্র চার রানে হারে তারা।


ম্যাচ শেষে ক্লাসেন বলেন, 'এই উইকেটে এটা তৃতীয় ম্যাচ। উইকেট যখন খানিকটা স্লো হয় তখন বাংলাদেশের বোলাররা দুর্দান্ত। আগে ব্যাটিং করার পেছনে এটাই বড় কারণ ছিল। আমরা ১২০ রান চেজ করতে চাইনি। কারণ উইকেট আগের থেকে অবশ্যই ভালো ছিল। যখন চাপ তৈরি হবে তখন বাংলাদেশের বোলাররা কাটার মারবে। তাদের দলে কাটার মারার মতো বেশ কয়েকজন বিশ্বমানের বোলার আছে। তাদের ভালো স্পিনারও আছে। আগে ব্যাটিং করার পেছনে এটাই কারণ ছিল।'


ম্যাচে ডেভিড মিলারের সঙ্গে ক্লাসেনের জুটিটি ছিল ৭৫ রানের। দলের ২৩ রানে চার উইকেট যাওয়ার পর হাল ধরেছিলেন এই দুজন। অল্প রানের ম্যাচে এই জুটিতেই জয়ের ভিত গড়ে সাউথ আফ্রিকা। ম্যাচ শেষে মিলারের ওপর কৃতজ্ঞতা জানান ক্লাসেন।


তিনি আরও বলেন, 'ডেভিড আমাদের দেখিয়েছে কিভাবে ব্যাটিং করতে হবে। ওয়ানডে ক্রিকেটে আমরা প্রায় এভাবেই ব্যাটিং করি। আমাদের মাইন্ডসেট টি-টোয়েন্টির কাছাকাছি ছিল না। আমরা শুধু বলে বলে রান করার উপায় খুঁজে বের করার চেষ্টা করেছি। গতকাল পাকিস্তান ও ভারত খেলেছে এখানে। বিশ্বের অন্যতম সেরা দল হওয়ার পরও ১২০ রান করতে স্ট্রাগল করেছে।'


'এটা দেখিয়েছে যে আমাদের মাইন্ডসেট পুরোপুরি পাল্টাতে হবে। আপনি দাঁড়াবেন আর বাউন্ডারি বাইরে বল পাঠাবেন এমনটা হবে না। আমাদের ওয়ানডে মাইন্ডসেটে খেলতে হয়েছে। মাঝের ওভারে ডেভিড এবং আমার এমন প্রচেষ্টা কাজে দিয়েছে। শেষ তিন ওভারে আমরা টি-টোয়েন্টির মতো করে খেলতে চেয়েছিলাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball