promotional_ad

সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশকে জয়ের রাস্তা দেখালেন কুম্বলে

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতেই সাউথ আফ্রিকার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। সেই ম্যাচের আগে বাংলাদেশকে জয়ের পথ বাতলে দিলেন অনিল কুম্বলে।


ভারতের কিংবদন্তি স্পিনার এবং দেশটির সাবেক এই হেড কোচের মতে, সাউথ আফ্রিকার বিপক্ষে বড় ভূমিকা পালন করতে হবে লিটন দাসকে। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৮ বলে ৩৬ রান করা লিটনের পাশাপাশি সাকিব আল হাসানকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন কুম্বলে।


promotional_ad

তিনি বলেন, 'বাংলাদেশকে যদি সাউথ আফ্রিকাকে হারাতে হয় তাহলে ব্যাটিং ভালো করতে হবে। আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার হবেন লিটন দাস। তার ওপর দল অনেক আশা করবে, সেও চাপে থাকবে। সে ভালো খেলোয়াড়, গেল ম্যাচেও রান পেয়েছে। সাকিব আল হাসান আছেন আরেকজন। মূলত লিটন ও সাকিবের ওপরই অনেক কিছু নির্ভর করবে।'


এ ছাড়া শান্ত এবং সৌম্য সরকারের মাঝেও আশা দেখছেন কুম্বলে, 'শান্তও ভালো খেলোয়াড়, গেল ম্যাচে রান পায়নি। সৌম্যকে দেখে মনে হয় অনেক প্রতিভাবান, প্রতি ম্যাচেই মনে হয় যে আজকে সে রান করবে। যে কোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সে। তবে সে রানে নেই, সে চাপে আছে। তবে দক্ষিণ আফ্রিকাকে হারাতে লিটন ও সাকিবকে সামনে থেকে ব্যাটিংয়ে দলকে নেতৃত্ব দিতে হবে।'


বোলারদের জন্যেও পরামর্শ দিয়েছেন কুম্বলে। এই ম্যাচটি নিউইয়র্কে হওয়ায় শুরুর দিকে উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে দুই দলের পেসাররা। সেক্ষেত্রে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে গুরুদায়িত্ব দিতে চান কুম্বলে।


তিনি আরও বলেন, 'গেল ম্যাচে তাসকিন-মুস্তাফিজ খুব ভালো বোলিং করেছে। তাদেরকে এই ম্যাচে পাওয়ার প্লে'তে সাউথ আফ্রিকাকে চাপে রাখতে হবে। প্রথম ৬ ওভারে বেশী উইকেট তুলে নিলেই ম্যাচে এগিয়ে যাবে বাংলাদেশ।'


এদিকে উইকেট দেখে দলের ব্যাটার বা বোলাররা যেন ঘাবড়ে না যান সেই পরামর্শই দিয়েছেন কুম্বলে, 'আপনি উইকেটের দিকে তাকালেই তো চাপ অনুভব করবেন। যদি না আপনি উপমহাদেশের দল হন। তাই আফ্রিকা চাপে থাকবে শুরু থেকেই। আপনি জানেন না কত রান করতে হবে, মিলারকেও জিজ্ঞেস করে দেখবেন সেও বলবে না যে সে উইকেটে থিতু হতে পেরেছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball