স্টাবস-মিলারের ব্যাটে ঘাম ঝড়িয়ে জিতল প্রোটিয়ারা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল সাউথ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে তারা নেদারল্যান্ডসকে ৪ উইকেটে হারিয়েছে। ফলে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে দলটি।
এই ম্যাচে আগে ব্যাট করে প্রোটিয়াদের বিপক্ষে ১০৩ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস। জবাবে খেলতে নেমে ৭ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে সাউথ আফ্রিকা। যদিও সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল দলটি।

মাত্র ১২ রানে ৪ উইকেট হারিয়ে অল্প রানেই অল আউটের শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। যদিও পঞ্চম উইকেটে ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলারের ৭২ বলে ৬৫ রানের জুটিতে লড়াইয়ে ফেরে প্রোটিয়ারা। স্টাবস ৩৭ বলে ৩৩ রান করে ফিরে গেলেও মিলার ৫১ বলে ৫৯ রান করে অপরাজিত থেকে প্রোটিয়াদের জিতিয়ে মাঠ ছেড়েছেন।
ডাচ বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন ভিভিয়ান কিংমা ও লোগান ভ্যান বিক। একটি উইকেট গেছে বাস ডি লিডের ঝুলিতে। এই ম্যাচে টসে জিতে নেদারল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল সাউথ আফ্রিকা।
অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন প্রোটিয়া বোলাররা। ৪৮ রানে তাদের ৬ উইকেট তুলে নিয়েছিল সাউথ আফ্রিকা। এরপর সপ্তম উইকেটে সাইব্র্যান্ড ইনিংব্রেচ ও ভ্যান বিক মিলে ৫৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। এরপর আবারও দ্রুত উইকেট হারাতে থাকলে নেদারল্যান্ডসের ইনিংস থামে ১০৩ রানে।
সাউথ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ওটেনিল বার্টম্যান। তিনি মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন মার্কো জানসেন ও অ্যাইনরিখ নরকিয়া। সাউথ আফ্রিকা নিজেদের পরের ম্যাচ খেলবে বাংলাদেশের ১০ জুন। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে ১৫ জুন।