promotional_ad

ফিল্ডিং কোচ, প্রধান নির্বাচক ও প্রধান কোচকে নিয়ে অস্ট্রেলিয়া জিতল ৭ উইকেটে

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যস্ততা শেষে বিশ্রামে আছেন অস্ট্রেলিয়ার ছয় ক্রিকেটার। ফলে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিসকে ছাড়াই বিশ্বকাপের প্রস্ততি ম্যাচে খেলতে হয়েছে অজিদের।


এমন ম্যাচেঅ অস্ট্রেলিয়া ৭ উইকেট আর ৬০ বল হাতে রেখে জিতেছে। এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ফিল্ডিং করেছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি, সহকারী কোচ আন্দ্রে বোরোভিচ। আর জস হ্যাজেলউডের বদলি হিসেবে ফিল্ডিং করেছেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।


promotional_ad

কদিন আগেই কোচদের নিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার ইঙ্গিত দিয়ে অজি অধিনায়ক মিচেল মার্শ বলেছিলেন, ‘ওরা আইপিএলে ছিল। গত কিছুদিনের মধ্যে বেশ কিছু ম্যাচ খেলেছে। যে কারণে দেশে কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটানোর জন্য, ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য তাদের ছুটি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আমরা ১৫ জনকেই পাব, তবে ওদের বিশ্রাম দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা মাত্র কয়েক দিন হলেও।’


অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্ততি ম্যাচে আগে ব্যাটিং করে নামিবিয়া ২০ ওভার ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করেছিল। জবাবে  ডেভিড ওয়ার্নারের ২১ বলে ৫৪ রানে ভর করে হেসে খেলে এই ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ মাত্র ১৮ রান করে রান আউট হয়ে মাঠ ছেড়েছিলেন।


এরপর মাত্র ৫ রান করে আউট হয়ে যান জস ইংলিস। ১৬ বলে ২৩ রানের ইনিংস খেলেছেন টিম ডেভিড। ৫ বলে ১২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ম্যাথু ওয়েড। নামিবিয়ার হয়ে এই ম্যাচে দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার বানার্ড স্কলটজ।


আগামী ৬ জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল পর্বে যাত্রা শুরু করবে অস্ট্রেলিয়া। তারা খেলবে 'বি' গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। অবশ্য বিশ্বকাপ শুরুর আগেই দলের বাকি ক্রিকেটাররা যোগ দেবেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball