promotional_ad

কোচদের নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া!

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের মতো আইপিএল খেলা ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যার ফলে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের মাত্র ৯ জন ক্রিকেটারকে পাওয়া যাবে। এমনটা হলে কোচিং স্টাফদের নিয়ে নামিবিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে অস্ট্রেলিয়া।


সদ্যই শেষ হওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছেন স্টার্ক। এদিকে ফাইনালে কলকাতার কাছে হেরে শিরোপা খুইয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কামিন্স ও ট্রাভিস হেড। তারা তিনজনই প্রায় আড়াই মাস আইপিএলে ব্যস্ত সময় পার করেছেন। যার ফলে বিশ্বকাপের আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে স্টার্ক, কামিন্স ও হেডকে ছুটি দিয়েছে অস্ট্রেলিয়া।


promotional_ad

শুধু তারা ‍তিনজন নয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনকেও বিশ্রাম দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে যাতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নিজেদের সতেজ করতে পারেন তাই এমন সিদ্ধান্ত নিয়েছে সিএ। প্লে-অফে যাওয়ার আগে বাদ পড়লেও এখনও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে পৌঁছাননি মার্কাস স্টইনিসও। অর্থাৎ বিশ্বকাপ স্কোয়াডের ৬জনকে পাওয়া যাবে না প্রস্তুতি ম্যাচে।


আইপিএল খেলা ক্রিকেটারদের বিশ্রাম দেয়া নিয়ে মিচেল মার্শ বলেন, ‘ওরা আইপিএলে ছিল। গত কিছুদিনের মধ্যে বেশ কিছু ম্যাচ খেলেছে। যে কারণে দেশে কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটানোর জন্য, ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য তাদের ছুটি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আমরা ১৫ জনকেই পাব, তবে ওদের বিশ্রাম দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা মাত্র কয়েক দিন হলেও।'


এমনটা হলে ২৮ মে নামিবিয়া এবং ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোচিং স্টাফকে মাঠে নামিয়ে দিতে পারে অস্ট্রেলিয়া। যার ফলে প্রস্তুতি ম্যাচে খেলতে দেখা যেতে পারে ব্রাড হজ, প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, নির্বাচক জর্জ বেইলি এবং সহকারী কোচ আন্দ্রে ব্রোভেককে।


আরেক সহকারী কোচ ডেনিয়েল ভেটরিকে অবশ্য পাওয়া যাবে না। আইপিএলে হায়দরাবাদের দায়িত্বে থাকা ভেটরিকেও ছুটি দিয়েছে অস্ট্রেলিয়া। থাকলেও অস্ট্রেলিয়ান না হওয়ায় খেলার সুযোগ নেই তার। এদিকে বেশ কয়েকটি দল প্রস্তুতি ম্যাচ না খেললেও দুটি ম্যাচে খেলবে অজিরা। সেই ম্যাচগুলোতে খেলতে দেখা যেতে পারে নাথান এলিস, ডেভিড ওয়ার্নার, জশ হেজেলউড, অ্যাডাম জাম্পাদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball