‘পরিকল্পনা ভিন্ন থাকলেও আমাদের কৌশল একই’, নারিন প্রসঙ্গে বরুণ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আক্রমণাত্মক অঙ্গভঙ্গির কারণে শাস্তি পেলেন বরুণ
৮ মে ২৫
এবারের আইপিএলে অসাধারণ পারফর্ম করছে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১২ ম্যাচ খেলে সবার আগেই প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। দলটিকে শীর্ষ চারে পৌঁছাতে বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। নারিনের সঙ্গে ম্যাচের পর ম্যাচ জুটি গড়তে পেরে খুবই সন্তুষ্ট বরুণ।
আসরে ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন নারিন। ৮.৩৪ ইকোনমি রেটে বরুণের গড় মাত্র ২০.৩৮। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এই স্পিনার আছেন তিন নম্বরে। এদিকে কলকাতার হয়ে এবার দারুণ ব্যাটিং করছেন নারিন।

ক্যারিবিয়ান এই অলরাউন্ডার বল হাতেও নিয়েছেন ১৫ উইকেট। রানবন্যার এই আইপিএলে নারিনের ইকোনমি রেট মাত্র ৬.৬৩। তার সঙ্গে বোলিং দারুণ উপভোগ করেন বরুণ। গতরাতের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর ম্যাচে ১৭ রান খরচায় দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হন বরুণ।
বাংলাদেশ সফরের সময় হতে পারে আইপিএল, সিরিজ বাতিলের খবর নেই বিসিবির কাছে
৪ ঘন্টা আগে
ম্যাচ শেষে তিনি বলেন, 'নারিন এবং আমি মাঠে কথা বলি অনেক। আমাদের পরিকল্পনা ভিন্ন থাকে, তবে কৌশলগতভাবে আমরা একই। আমাদের মিল আছে। আমরা ভালো করছি, তার মানে আমাদের উন্নতি হচ্ছে। এমনটা আগেও করেছি। উইকেট শুরুতে অনেক ফ্ল্যাট ছিল। কোনও মিস হিট হলে সেটা ছক্কা হয়ে যায়। আমি আগের মতোই বোলিং করছি, তবে এখন ফলাফল আসছে।'
মুম্বাইয়ের বিপক্ষে রোহিত শর্মার মূল্যবান উইকেটটি নেন বরুণ। ২৪ বলে ১৯ রান করা এই ওপেনার বরুণকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরে যান। দীর্ঘ আইপিএল ক্যারিয়ারে এবারই প্রথম রোহিতকে ফেরাতে পেরেছেন বরুণ।
এ নিয়ে তিনি বলেন, 'আগে কখনোই রোহিত ভাইয়ের উইকেট নেইনি। আমি এটা নিয়ে পরিকল্পনা করছিলাম, কীভাবে উইকেটটি নেয়া যায়। পরিকল্পনা ছিল তাকে লাইনে খেলতে বাধ্য করা।'